WB Panchayat Election 2023: ধাক্কা খেলে কমিশন! পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে যে অশান্তি তৈরি হয়েছে তা যেন ক্ষতিকর প্রমাণিত হল শাসকদল তৃণমূল কংগ্রেস ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে।

Photo Credits: PTI and wikimedia commons

কলকাতা: অবশেষে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যজুড়ে যে অশান্তি তৈরি হয়েছে তা যেন ক্ষতিকর প্রমাণিত হল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) পক্ষে।

বৃহস্পতিবার বিকেলে এই সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে শুধু স্পর্শকাতর সাতটি জেলা নয় সম্পূর্ণ রাজ্যেই আগামী ৮ জুলাই কেন্দ্রীয় আধাসামারিক বাহিনী (Central Paramilitary forces) দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ (Chief Justice Division Bench)। এই বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আবেদন করতে হবে বলেও জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই খবর প্রকাশ্যে আসতেই উল্লাস মেতেছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মুখ এবার পুড়বে বলেই মন্তব্য করছে তারা। আরও পড়ুন: Calcutta High Court On Panchayat Election: পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীর দায়ের করা জনস্বার্থ মামলার রায় স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

গত ৯ জুন মনোনয়ন শুরু হওয়ার প্রথমদিন থেকে গণ্ডগোল শুরু হয়েছিল। পরিস্থিতি দেখে এই বিষয়ে দায়ের হওয়া একটি মামলার রায় দিতে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা আটকাতে রাজ্যের স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, তা মেনে নিতে না পেরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় কমিশন। আর তাতে যেন শাপে বর হল! বলছে বিরোধীরা।