West Bengal Weather Forecast:পঞ্চমীতে দিনভর রোদ না বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে আবহাওয়া?

আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলা চলে। পঞ্চমীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই মৌসম ভবন সূত্রে খবর।

Photo Credit: X@ETVBharatWB

কলকাতাঃ দুর্গাপুজোয়(Durga Puja 2024) কাটছে না বৃষ্টির(Rain) আশঙ্কা।সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্তি। পঞ্চমী(Panchami) থেকে পুজোর বাকি প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর(Alipore আবহাওয়া দফতর। ভারী নয় পুজোর দিনগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে অন্ধ্র প্রদেশ উপকূলে, বাংলাদেশের পূর্ব উপকূল, অরুণাচল প্রদেশ-অসম সীমান্ত এবং উত্তর-পশ্চিম ভারত সীমান্তে চারটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে পঞ্চমী এবং ষষ্ঠীতে বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বলা চলে। পঞ্চমীর আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই মৌসম ভবন সূত্রে খবর। আপাতত কোনও জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। এদিন  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চমীতে দিনভর রোদ না বৃষ্টি?