Malda: চাঁচোলে মহিলা খুনের ঘটনায় জড়িত রয়েছে প্রাক্তন স্বামীও, চাঞ্চল্যকর দাবি ধৃত প্রেমিকের

চাঁচোলে অগ্নিদ্বগ্ধ মহিলার খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ধৃত প্রেমিককে রবিবার চাঁচোল মহকুমা আদালতে তোলার সময় সে দাবি করেন যে এই ঘটনার নেপথ্যে রয়েছেন মৃতার প্রাক্তন স্বামী।

প্রতীকী ছবি (File Photo)

চাঁচোলে (Chanchal) অগ্নিদ্বগ্ধ মহিলার খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ধৃত প্রেমিককে রবিবার চাঁচোল মহকুমা আদালতে তোলার সময় সে দাবি করেন যে এই ঘটনার নেপথ্যে রয়েছেন মৃতার প্রাক্তন স্বামী। তাঁর নির্দেশেই এই খুন করেছেন আবু তালেব নামে ওই যুবক। শনিবার রাতেই বর্ধমান-রাধিকাপুর এক্সপ্রেসে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও এই ঘটনায় মহিলার প্রাক্তন স্বামী জড়িত রয়েছেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে পুলিশ এই ঘটনার আরও গভীরে তদন্ত করবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, শনিবার সকালে চাঁচোল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার একটি আমবাগান থেকে এক মহিলার অগ্নিদ্বগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল সারা দেহ পুড়ে গেলেও পায়ের কিছুটা অংশ বাদ থাকে এবং দেহের পাশে একজোড়া কানের দুল ও চটি পড়ে ছিল। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই উদ্ধার হয় মৃতার পরিচয়পত্র। সেই সূত্র ধরেই মহিলার বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয়। মহিলার বাড়ি চাঁচোলেরই দক্ষিণ শহর এলাকায়।

তদন্তসূত্রে জানা যায়. মহিলার বছর ১৫ আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিয়ে হয়। তাঁর নাকি তিনটি সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। অভিযোগ, আবু তালেবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই বিচ্ছেদ হয়ছিল। তারপর থেকেই বাপের বাড়িতে থাকতে শুরু করেন ওই মহিলা। ওই যুবকও কালিয়াগঞ্জের বাসিন্দা। ফলে কী কারণে এই খুন? কেন প্রাক্তন স্বামী ও প্রেমিক একসঙ্গে খুন করল সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।