CBI summons Anubrata Mandal: ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই

ভোট পরবর্তী হিংসার মামলায় (Post-Poll Violence Case) ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করল সিবিআই (CBI)। আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা দিতে। ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে ওইদিন হাজিরা এড়িয়ে যান তিনি। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত।

Anubrata Mandal (Photo Credit: Facebook)

কলকাতা, ১ জুন: ভোট পরবর্তী হিংসার মামলায় (Post-Poll Violence Case) ফের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করল সিবিআই (CBI)। আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা দিতে। ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে ওইদিন হাজিরা এড়িয়ে যান তিনি। আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত।

এর আগে গরু পাচার মামলায় গত ১৯ মে অনুব্রতকে টানা ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কিন্তু কয়লা পাচার মামলায় তিনি সিবিআইয়ের জেরা এড়িয়ে গিয়েছেন। ২০ মে কলকাতা থেকে বীরভূমে ফেরেন তিনি। আরও পড়ুন: Singer KK Death: গান স্যালুটে কলকাতা থেকে শেষবারের মতো বিদায় নেবেন সংগীত শিল্পী কেকে

১০ দিন পর গতকাল তাঁকে প্রকাশ্যে দেখা যায়। মঙ্গলবার অনুব্রত গিয়েছিলেন সিউড়ির পাথরচাপড়ির মাজারে। সেখানে চাদর চড়ান তিনি।  সেখানে তিনি বলেন, "দিদি আর অভিষেকের নামে চাদর চড়ালাম। আমার মেয়ে এবং স্ত্রীর নামেও চাদর চড়িয়েছি।"