Sukanta Majumdar: চিৎকার না করলে ওই মহিলাকেও ধর্ষণ করা হতো! সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূলের দিকেই আঙুল তুলল বিজেপি নেতৃত্ব

দোষারোপ, পাল্টা দোষারোপের পালা অব্যাহত সন্দেেশখালিতে। ভোটের আবহে কখনও তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে, কখনও আবার বিজেপি তৃণমূলকে কাঠগড়ায় তুলছে। ফলে সন্দেশখালি  নিয়ে ভোটের মধ্যেও সরগরম রাজ্য রাজনীতি। এবার বসিরহাটে নির্বাচন হওয়ার আগে বড়সড় অভিযোগ উঠে এল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় এক মহিলাকে রাতের অন্ধকারে জোর করে ধর্ষণ করতে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুষ্কৃতি। তবে সেই মহিলা চিৎকার করার কারণে সজাগ হয় এলাকাবাসী। তারপরেই তাঁকে ফেলে পালিয়ে যায় ওই যুবকরা।

আর এই ঘটনা নিয়ে এবার সরব হলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সন্দেশখালির পরিস্থিতি খুব খারাপ। মহিলাটির মুখে হাত চেপে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু কোনওভাবে তিনি হাত সরিয়ে চিৎকার করেন এবং তাঁর মেয়েও কান্নাকাটি শুরু করেছিল। সেই কারণেই এলাকাবাসীদের ভয়ে পালিয়ে গেল তৃণমূলের লোকেরা। এখানে পুলিশ কিছুই করছে না। ফলে যা করতে হবে সিবিআইকেই করতে হবে। ওদের আরও সক্রিয় হতেে হবে। কারণ সন্দেশখালিতে এখনও নৃশংসতা রয়েছে।

প্রসঙ্গত, এবারের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তাঁর সহকারী সৈকত দাস এবং দিলীপের অনুগামীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, যখন মহিলাটিকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল তখন অপহরণকারীরা ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এমনকী আদালতেও অভিযোগ অস্বীকার করার কথা বলা হয়। যদিও মহিলাটি ভয় না পেয়ে সেই রাতেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।