IPL Auction 2025 Live

CBI raids Shahjahan Sheikh's house: সন্দেশখালির 'বাঘ'-এর ডেরায় সিবিআইয়ের তল্লাশি

TMC leader Sheikh Shahjahan arrested Photo Credit: Twitter@RealMugemboo

সিআইডির (CID) থেকে সিবিআইয়ের (CBI) কাছে ইতিমধ্যেই হাতবদল হয়েছেন সন্দেশখালির (Sandeshkhali) ত্রাস শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। তারপর কেটে গিয়েছে দু'দিন। এরমধ্যে বাঘ থেকে তিনি যে বেড়ালে পরিণত হয়েছেন তা আজ সকালে তাঁকে যখন স্বাস্থ্য়পরীক্ষার জন্য  বের করিয়ে নিয়ে আসা হচ্ছিল, তখন মুখ দেখেই বোঝা গিয়েছে। গ্রেফতারির পর এদিন সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রথম প্রতিক্রিয়া, 'সব মিখ্যে অভিযোগ, আল্লাহ আছেন তিনিই সব বিচার করবেন'।

অন্যদিকে, শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই তদন্তে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার সকাল থেকেই সন্দেশখালিতে বহিস্কৃত তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি শুরু করেছে করছেন সিবিআই। সঙ্গে রয়েছে ইডির দুই সদস্য এবং ফরেন্সিক টিমের প্রতিনিধি দল। ইডির সিল করা তালা ভেঙে ভেতরে ঢোকেন অফিসাররা। কার্যত শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই চিরুনি তল্লাশি শুরু করেছে তদন্তকারী অফিসাররা।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশি করতে যায় ইডি আধিকারিকরা। সেই সময় দাপুটে নেতার অনুগামীরা অফিসারদের ওপর হামলা চালায়। অন্যদিকে সুযোগ বুঝে গা ঢাকা দেয় শাহজাহান। তারপর থেকে তৃণমূলের দাপুটে নেতার বিরুদ্ধে উঠে আসে ভুড়ি ভুড়ি অভিযোগ। ক্ষোভে ফেঁটে পড়ে সন্দেশখালি। এরপর গত সপ্তাহে রাজ্যে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।