Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, চার্জশিট দিচ্ছে সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একদিকে ইডি তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে, অন্যদিকে আজ তাঁর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট আদালতে পেশ করল সিবিআই।

Partha Chatterjee (Photo Credits: IANS)

নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। একদিকে ইডি তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে, অন্যদিকে আজ তাঁর বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট আদালতে পেশ করল সিবিআই। সেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে যে টাকা দিয়ে এক হাজারেরও বেশি চাকরি দিয়েছেন পার্থ। গত ১ অক্টোবর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়ছিল তাঁকে। পরবর্তীকালে এই মামলায় অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়েরও নাম জড়ায়। সিবিআইয়ের চার্জশিটে তাঁদেরও নাম উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দারস্থ হয়েছিলেন তিনি। সেখানে শর্তসাপেক্ষে তা মঞ্জুরও হয়। তবে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে তাঁর জামিন হবে। তবে তার আগেই ইডিও চার্জ গঠন করতে ব্যস্ত। এরমধ্যেই পার্থর বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময়ই তাঁর বান্ধবী তথা অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণের টাকা। যা আনুমানিক ৫০ কোটি টাকা। গ্রেফতার হন অর্পিতা। এছাড়া কালীঘাটের কাকু, কুন্তল ঘোষ সহ একাধিক ব্যক্তি এই মামলায় গ্রেফতার হয়েছিলেন।