Calcutta University Final Year Exam Rule: UGC-র নির্দেশে আড়াই ঘণ্টায় নিতে হবে পরীক্ষা, কলেজের অধ্যক্ষদের নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়

করোনা-আবহে (Coronavirus) কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি (UGC Guidelines)। সেই নির্দেশ মেনেই প্রতিটি কলেজকে আড়াই ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার, ২১ সেপ্টেম্বর ১৫২ টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনার্স এবং পাসের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে।

Calcutta University. Photo: Wikipedia

কলকাতা, ২১ সেপ্টেম্বর: করোনা-আবহে (Coronavirus) কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ইউজিসি (UGC Guidelines)। সেই নির্দেশ মেনেই প্রতিটি কলেজকে আড়াই ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার, ২১ সেপ্টেম্বর ১৫২ টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় । এরপরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুযায়ী, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনার্স এবং পাসের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে।

দিন নির্ধারণ করার পাশাপাশি সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র আপলোড করার জন্য অতিরিক্ত ১৫ মিনিট করে সময় অর্থাৎ ৩০ মিনিট সময় দেওয়া হবে। ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠানো হবে পরীক্ষাপত্র। একজন পরীক্ষার্থী মোট আড়াই ঘণ্টা সময় পাবে পরীক্ষা দেওয়ার জন্য। যদিও আগে এই সময়টা ২৪ ঘণ্টা ধার্য করা হয়েছিল। পড়ুন: Actress & MP Nusrat Jahan's Image In Dating App: বন্ধুত্ব পাতানোর ডেটিং অ্যাপে নুসরত জাহানের ছবি, কলকাতা পুলিশের দ্বারস্থ সাংসদ অভিনেত্রী 

করোনা সঙ্কটের সময় ইউজিসির তরফে পরীক্ষার নির্দেশ আসতেই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীরা করোনা সংক্রমিত হয়ে পড়তে পারে। এমনটাই দাবি করা হয়েছিল। আগের সেমেস্টারের পরীক্ষা কিংবা ইন্টারন্যাল অ্যাসেসমেন্টের নম্বরের ভিত্তিতে ফাইনাল ইয়ারের নম্বর দেওয়ার ব্যবস্থা করা হোক। দেশের শীর্ষ আদালতের কাছে একাধিক রাজ্য এই দাবি রাখলেও অবশেষে ইউজিসির রায়ের পক্ষেই সায় দেয় আদালত। পরীক্ষা ছাড়া কাউকে পাশ করানো হবে না, সেটিও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হ।