Rampurhat Murder Case: রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের

রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের (Rampurhat Murder Case) তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। রিপোর্টে তদন্ত সংস্থা জানিয়েছে যে ঘটনার বেশ কয়েকদিন পর তারা তদন্তভার হাতে নিয়েছে। তথ্যপ্রমাণ বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, ভাদু শেখ খুনে (Vadu Sheikh Murder Case) সিবিআই (CBI) তদন্তের দাবিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় আজ রায়দান স্থগিত রেখেছে আদালত।

Rampurhat, Birbhum (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৭ এপ্রিল: রামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের (Rampurhat Murder Case) তদন্ত নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। রিপোর্টে তদন্ত সংস্থা জানিয়েছে যে ঘটনার বেশ কয়েকদিন পর তারা তদন্তভার হাতে নিয়েছে। তথ্যপ্রমাণ বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে, ভাদু শেখ খুনে (Vadu Sheikh Murder Case) সিবিআই (CBI) তদন্তের দাবিতে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলায় আজ রায়দান স্থগিত রেখেছে আদালত।

সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল, ওই খুনের মামলা নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আজ সিবিআইয়ের আইনজীবী আদালতকে তাদের মতামত জানিয়েছেন। আরও পড়ুন: West Bengal Weather Update: চৈত্রের দাবদাহে বৃষ্টি উধাও, আসছে কালবৈশাখী

ANI-র টুইট: 

অন্যদিকে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu Murder Case) খুনের ঘটনায় ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই। পুরুলিয়া কোর্টে আজ আবেদন জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে।