WB Municipal Election 2022: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আসন্ন ১০৮টি পুরসভার ভোটে (WB Municipal Election 2022) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই (West Bengal State Election Commission)। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে ১২ ঘন্টার মধ্যে কমিশনকে এনিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে আদালতের নির্দেশ, নির্বাচন চলাকালীন কোনও রকম অশান্তি হলে দায়বদ্ধ থাকবে কমিশনই।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: আসন্ন ১০৮টি পুরসভার ভোটে (WB Municipal Election 2022) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই (West Bengal State Election Commission)। রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে ১২ ঘন্টার মধ্যে কমিশনকে এনিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে আদালতের নির্দেশ, নির্বাচন চলাকালীন কোনও রকম অশান্তি হলে দায়বদ্ধ থাকবে কমিশনই।
প্রধান বিচারপতির বেঞ্চের আরও নির্দেশ, যদি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হয় সে ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পুরসভা নির্বাচনের জন্য পর্যবেক্ষক হিসেবে নিরপেক্ষ আইএএস অফিসার নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে। এছাড়াও 'দুয়ারে সরকার' এবং 'পাড়ায় সমাধান', এই দুটি প্রকল্প নির্বাচনী বিধি মেনে চলছে কি না তাও দেখতে হবে নির্বাচন কমিশনকে এবং কোথাও বিধিভঙ্গ হলে অবিলম্বে তা বন্ধ করতে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্বাচনের ভিডিও ফুটেজ এবং রেজিস্টার সংরক্ষণ করতে হবে। নির্বাচন বাতিল নিয়ে আবেদনকারী চাইলে নতুন করে আবেদন করতে পারে বলেও জানিয়েছে আদালত। আরও পড়ুন: Chandigarh: চণ্ডীগড়ে ৩৬ ঘণ্টার 'ব্ল্যাক আউট', শহরে নেই জলের জোগান, হাসপাতালও বিদ্যুৎহীন, জ্বলছে না ট্র্যাফিকের আলো
এদিকে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে বিজেপি। ইতিমধ্যেই এই বিষয়ে বিজেপি নেতৃত্ব আইনজীবীদের সঙ্গে কথা বলছে বলেও জানা গিয়েছে। ২৭ ফেব্রুয়ারি রাজ্যে ১০৮ পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে ২ মার্চ।