Primary Teachers' Recruitment Scam: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইকে সিট গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের
প্রাথমিকে শিক্ষক নিয়োগ-দুর্নীতির তদন্তে (Primary Teachers' Recruitment Scam) এবার সিবিআইয়ের (CBI) বিশেষ তদন্ত দল বা সিট (SIT) গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta HC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangopadhyay) বলেন, "শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়া আর কোনও মামলার তদন্ত করবে না সিট। সিবিআই-র কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গঠন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিট-র সদস্যদের অন্য মামলার তদন্তে যুক্ত করা যাবে না। তদন্ত শেষ হওয়ার আগে সিট-র সদস্যদেরও বদলি করা যাবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমি আশা করি তদন্ত প্রক্রিয়ায় সিবিআই দৃষ্টান্তমূলক কাজ করবে। আমি আশা করি যে এই তদন্তে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মতো একই পরিণতি হবে না। আমার একমাত্র ইচ্ছা দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যেন উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান।"
কলকাতা, ১৫ জুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগ-দুর্নীতির তদন্তে (Primary Teachers' Recruitment Scam) এবার সিবিআইয়ের (CBI) বিশেষ তদন্ত দল বা সিট (SIT) গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta HC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangopadhyay) বলেন, "শিক্ষক নিয়োগে দুর্নীতি ছাড়া আর কোনও মামলার তদন্ত করবে না সিট। সিবিআই-র কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গঠন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিট-র সদস্যদের অন্য মামলার তদন্তে যুক্ত করা যাবে না। তদন্ত শেষ হওয়ার আগে সিট-র সদস্যদেরও বদলি করা যাবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আমি আশা করি তদন্ত প্রক্রিয়ায় সিবিআই দৃষ্টান্তমূলক কাজ করবে। আমি আশা করি যে এই তদন্তে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মতো একই পরিণতি হবে না। আমার একমাত্র ইচ্ছা দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন তাঁরা যেন উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান।"
মঙ্গলবার সিবিআই তদন্ত নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। আজ বুধবার আদালতে সিবিআই তাদের উপর ভরসা রাখার কথা জানায়। তদন্ত সংস্থার আইনজীবী বলেন, শুধু মাত্র স্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত করতেই দিল্লি থেকে যুগ্ম অধিকর্তাকে নিয়ে আসা হচ্ছে। এর পরেও সিবিআই তদন্তে মূল অপরাধীরা ধরা পড়বেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি। আরও পড়ুন: Sharad Pawar: বিরোধীদের 'পাওয়ার কার্ড' খেলা হচ্ছে না, রাষ্ট্রপতি ভোটে বিরোধী প্রার্থী হতে মমতাদের প্রস্তাব ফেরালেন শরদ পাওয়ার
এদিকে, বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের (WBBPE) অফিসে অভিযান চালিয়ে নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে সিবিআই। ইতিমধ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষক পদে ২৬৯ জনের নিয়োগ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেন। এই ২৬৯ জন লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জন না করেও চাকরি পেয়েছেন এবং তাঁদের মধ্যে কেউ কেউ পরীক্ষাতেই অংশ নেননি।