Asansol- Ballygunge By Election: ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন, ফল ঘোষণা ১৬ এপ্রিল
আগামী ১২ এপ্রিল মঙ্গলবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন। ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল শনিবার। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়াতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ফাঁকা ছিল। তাই ওই কেন্দ্রে উপ নির্বাচন করাতে হতো কমিশনকে।
কলকাতা, ১২ মার্চ: আগামী ১২ এপ্রিল মঙ্গলবার বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন। ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল শনিবার। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়াতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ ফাঁকা ছিল। তাই ওই কেন্দ্রে উপ নির্বাচন করাতে হতো কমিশনকে।
অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপ নির্বাচন করতে হচ্ছে কমিশনকে।
বালিগঞ্জ ও আসানসোলের সঙ্গে একই দিনে ছত্তিশগড়, বিহার, মহারাষ্ট্রের ৩টি বিধানসভা কেন্দ্রেও উপ নির্বাচন হবে। ১৭ মার্চ ভোটের বিজ্ঞপ্তি জারি হবে, মনোনয়ন জমা দেওয়া যাবে ২৪ মার্চ পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ। ভোটগণনা আগামী ১৬ এপ্রিল।
Tags
১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন
Asansol Lok Sabha By Elections
Asansol lok sabha constituency
Asansol- Ballygunge By Election
Asansol- Ballygunge Bye Election
Ballygunge Assembly
Ballygunge Assembly By-Election
By Election In Asansol
By Election In Ballygunge
By Elections
Live Breaking News Headlines
আসানসোল উপ নির্বাচন
আসানসোল ও বালিগঞ্জে উপ নির্বাচন
উপ নির্বাচন ২০২২
জাতীয় নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
বালিগঞ্জ উপ নির্বাচন