Buddhadeb Bhattacharjee Death: 'এক যুগের অবসান' প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতাল-বাড়ি এভাবেই জীবনের শেষ কয়েকটা বছর কাটাতে হয়েছে বাম জমানার শেষ সেনাপতিকে। তাঁর মৃত্যুর খবর জানিয়ে ট্যুইট করেছেন মহম্মদ সেলিম।

বুদ্ধদেব ভট্টাচার্য (ছবিঃ Wikimedia Commons)

কলকাতাঃ থামল জীবনের চাকা। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার, সকাল ৮টা ২০ মিনিট নাগাদ  পাম অ্যাভিনিউতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল থেকেই নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গিয়েছে।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বয়সজনিত রোগ কাবু করে দেয় তাঁকে। এ ছাড়া  ২০২১ সালে মে মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতাল-বাড়ি এভাবেই জীবনের শেষ কয়েকটা বছর কাটাতে হয়েছে বাম জমানার শেষ সেনাপতিকে। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তাঁর মৃত্যুর খবর জানিয়ে ট্যুইট করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ২০০০-২০১১ সাল-টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা।



@endif