Buddhadeb Bhattacharjee Death: 'মৃত্যুর খবরটা পেয়েই হাত কেটে রক্ত বের হতে থাকে', বুদ্ধদেবের বাড়িতে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

বুদ্ধদেবের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য পূর্ণ দিবসের ছুটি, ঘোষণা মমতার।

মমতা বন্দ্যোপাধ্যায় এবনহ বুদ্ধদেব ভট্টাচার্য

কলকাতাঃ শোকস্তব্ধ বাংলা। প্রয়ার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। বাম নেতার মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালেই ট্যুইটের মাধ্যমে শোকপ্রকাশ করেন। এরপর বেলা গড়াতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউর বাড়িতে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেবের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন,"খবরটা শোনার পরই কেমন একটা অস্বস্তি ঘিরে ধরেছিল। হাত কেটে গলগল করে রক্ত বেরিয়ে যায়। এটা রাজ্যের জন্য বড় ক্ষতি। উনি সুস্থ হয়ে ফিরে আসুক বারবার এটাই চেয়েছিলাম। মৃত্যুর বয়স হয়নি ওঁর।" পিস ওয়ার্ল্ডের বদলে দেহ নন্দন অথবা রবীন্দ্র সদনে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই সিদ্ধান্ত অবশ্যই নেবে পরিবার ও দল, এও জানান। আগামিকাল গান স্যালুটের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছেন মমতা। সবশেষে, বুদ্ধবাবুর সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা নিয়ে মুখ খুলতে চাননি মমতা। তবে বুদ্ধদেবের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। আর সবশেষে বলেন, "বাংলার মাটিতে তিনি বারবার ফিরে আসুন।" অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ রাজ্য পূর্ণ দিবসের ছুটি, ঘোষণা মমতার।