Buddhadeb Bhattacharjee Death: বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে পাম অ্যাভিনিউর বাড়িতে মমতা, শেষযাত্রা কবে? জানালেন সেলিম

শুক্রবার শুক্রবার সকাল ১০.৩০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের দফতরের শায়িত থাকবে বুদ্ধদেবের দেহ। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন বঙ্গবাসী।

বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতাঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee )। আজ, ৮ আগস্ট পাম অ্যাভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ, বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকবে তাঁর দেহ। ইতিমধ্যেই বাড়িতে আসতে শুরু করে দিয়েছেন বাম (CPIM) নেতা কর্মীরা। এরপর পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করে রাখা হবে তাঁর দেহ। কাল শুক্রবার শুক্রবার সকাল ১০.৩০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের দফতরের শায়িত থাকবে বুদ্ধদেবের দেহ। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে পারবেন বঙ্গবাসী। বিকেল ৪টেয় হবে শেষযাত্রা। মরনোত্তর দেহ দান করা রয়েছে, সেকারণে তাঁর দেহ চিকিৎসার কাজে দান করা হবে। তবে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ তা এখনও পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর পাম অ্যাভিনিউর বাড়িতে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুনুন কী বলছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম



@endif