Boubazar Metro Tunnel Mishap:বৌ বাজার সুড়ঙ্গ বিপর্যয় সামাল দিতে হং কং থেকে উড়িয়ে আনা হল ৩ বিশেষজ্ঞকে, চলছে পরীক্ষা নিরীক্ষা
বৌ বাজারে মেট্রো রেলের সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে হয় বিপত্তি। আর সেই বিপত্তির জেরে নাম ধস। এর কারণ পরীক্ষা করতে বিদেশ থেকে আনা হয় তিন জন বিশেষজ্ঞকে। গতকাল রাতেই তাঁরা এসে পৌঁছান। এদের মধ্যে ২ জন মাটি বিশেষজ্ঞ ও ১ জন সুড়ঙ্গ বিশেষজ্ঞ।
কলকাতা, ৪ সেপ্টেম্বর: Boubazar Metro Tunnel Mishap: বৌ বাজারে মেট্রো রেলের সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে হয় বিপত্তি। আর সেই বিপত্তির জেরে নাম ধস। এর কারণ পরীক্ষা করতে বিদেশ থেকে আনা হয় তিন জন বিশেষজ্ঞকে। গতকাল রাতেই তাঁরা এসে পৌঁছান। এদের মধ্যে ২ জন মাটি বিশেষজ্ঞ ও ১ জন সুড়ঙ্গ বিশেষজ্ঞ।
হংকং (Hong Kong) থেকে এসেছেন মাটি বিশেষজ্ঞ জন এনরিকর্দ। আরও এক মাটি বিশেষজ্ঞ এসেছেন বউবাজারের মেট্রো রেলের সুড়ঙ্গ পরীক্ষা করতে। তিনি হলেন ডা. পিছুমনি। ইনি আইআইটির আমন্ত্রিত লেকচারার। সুড়ঙ্গ বিশেষজ্ঞ জে ব্রিজ ক্রিস্টোফার। তিনি হলেন সুড়ঙ্গ বিশেষজ্ঞ। এদের সঙ্গে রয়েছেন মেট্রো রেলের বিশেষজ্ঞরাও। মুখ্যমন্ত্রীর কথা মত কোর বিশেষজ্ঞর দল সবকিছু পরিদর্শন করবে। আরও পড়ুন, বৌবাজারে বিপত্তির জেরে ফের স্থগিত ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজ ফলে প্রকল্প শেষ হতেও দেরি, জানাল মেট্রো
প্রসঙ্গত, বৌ বাজার এলাকায় ইস্ট- ওয়েস্ট মেট্রোর (East- West Metro) কাজের জেরে ভেঙে পড়ছিল একের পর এক বাড়ি। বৌ বাজারে টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার সময় জল ঢুকে গিয়ে এই বিপর্যয় হয়। সুড়ঙ্গের ওপরে থাকা বাড়িগুলিতে এরপর ফাটল, ধস শুরু হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত সুড়ঙ্গের কাজের সময় এই বিপর্যয় ঘটে।