কলকাতা বিমানবন্দর (Photo: Wikimedia Commons)

কলকাতা, ১৮ জুলাই: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport)  বোমাতঙ্ক (Bomb Scare)। বিমানে বোমা থাকার আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা দমদম বিমানবন্দরে। রবিবার সকালে সেনাবাহিনীর তরফে একটি সতর্কবার্তা আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সেখানে বলা হয়, দুবাই থেকে কলকাতা আসা একটি বিমানে বোমা রাখা রয়েছে। বিমানে বোমা থাকার সেনাবাহিনীর এমন সতর্কতায় আতঙ্ক ছড়ায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাইগামী একটি বিমানটিকে আটকে রেখে শুরু হয়েছিল তল্লাশি। তবে পাওয়া যায়নি কিছুই। আরও পড়ুন: মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে ভেন্টিলেশনেই

কর্তৃপক্ষের তরফে সেই সতর্কবার্তা ছড়িয়ে দেওয়ার আগেই সকাল ৮টা ১০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৮টা ৪০ মিনিট নাগাদ সেটির ফের উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিকে অন্য একটি নিরাপদ দূরত্বে করে দাঁড় করিয়ে রেখে তল্লাশির কাজ শুরু করে বম্ব স্কোয়াড। তল্লাশিতে বম্ব স্কোয়াডকে সাহায্য করেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও।

বোমাতঙ্কের এই  ঘটনায় বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় সংবাদমাধ্যমে প্রকাশ। বিমানমন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নাকা তল্লাশি শুরু হয়েছে। চলছে পুলিশি টহলদারি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Cyclone Remal:রেমালের চোখরাঙানির জের, কলকাতা থেকে মুম্বইগামী বিমানের ভাড়া ৭৯,৪০৩ টাকা!

Cyclone Remal: আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল! বাতিল একাধিক ট্রেন, বন্ধ বিমান ও লঞ্চ পরিষেবা

Laser Light Shows Bans Near Kolkata Airport: বিমানবন্দর সংলগ্ন এলাকায় বন্ধ লেজার লাইট শো, কড়া নির্দেশ

Kolkata Airport Fire: আগুন লাগার জেরে প্রবল উত্তেজনা কলকাতা বিমানবন্দরে, দেখুন ভিডিয়ো

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে মদ পান করে টাকা না দিয়ে চম্পট দেওয়ার পরিকল্পনা, আটক করতেই মদ্যপ ব্যক্তির তাণ্ডব

DigiYatra To Start In Kolkata In March: মার্চ মাসে কলকাতায় শুরু হবে ডিজিযাত্রা, বিমানবন্দরে সহজে চেক-ইন করতে কী করতে হবে দেখে নিন

Delhi-Pune SpiceJet Flight Being Searched For Bomb Scare: দিল্লি-পুণে বিমানে বোমাতঙ্ক, জোর তল্লাশি

World's largest plane: কলকাতার আকাশে দৈত্যাকার বিমান! বিমান তো নয় যেন তিমি মাছ ! দেখুন ছবি