WB Panchayat Elections 2023: ভাঙড় থেকে বাজেয়াপ্ত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, দেখুন ভিডিয়ো
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বকে ঘিরে গত ৯ জুন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বৃহস্পতিবার মনোনয়ন পর্বের শেষ দিনে তিনজনের মৃত্যু হয়েছে। টিভি ও সোশ্যাল মিডিয়াতে ভাঙড়ের হিংসাত্মক পরিবেশ দেখে শিউরে উঠেছেন সবাই।
ভাঙড়: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Elections 2023) মনোনয়ন পর্বকে (nominations) ঘিরে গত ৯ জুন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) ভাঙড় (Bhangar)। বৃহস্পতিবার মনোনয়ন পর্বের শেষ দিনে তিনজনের মৃত্যু হয়েছে। টিভি ও সোশ্যাল মিডিয়াতে ভাঙড়ের হিংসাত্মক (violence) পরিবেশ দেখে শিউরে উঠেছেন সবাই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এর তীব্র নিন্দা করছেন। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার সকালে ভাঙড়ে গিয়ে বিভিন্ন উপদ্রুত এলাকা ঘুরে দেখার পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।
তাঁর এই সফরের মাঝেই শুক্রবার ভাঙড়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম (bomb-making material) বাজেয়াপ্ত করল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)। সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকটি বাজারের ব্যাগের মধ্যে বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। যেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড় থানার কাছ থেকে সাতটি ব্যাগ ভর্তি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ভাঙড়ের ২ নম্বর বিডিও অফিস সংলগ্ন বিজয়গঞ্জ বাজারে ছড়িয়ে ছিটিয়ে তাণ্ডবের চিহ্ন। গত ২ দিন এই বাজারেই লাগাতার বোমা পড়ে আর গুলি চলে। শুক্রবার সেখানে গেলে চোখে পড়বে বাজারের ছাদ-সহ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা। আরও পড়ুন: West Bengal Panchayat Election 2023: 'রবীন্দ্র সঙ্গীতের ভূমিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ', কটাক্ষ বিজেপির
দেখুন ভিডিয়ো: