Garfa: রাতভর চলে পার্টি, লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ

উৎসবমুখর শহরে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণীর। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার গরফা এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল বছর ৩৫-এর মহিলার দেহ।

প্রতীকী ছবি (Photo Credit: File)

উৎসবমুখর শহরে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণীর। শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার গরফা (Garfa) এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল বছর ৩৫-এর মহিলার দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কালীপুজোর দিন অর্থাৎ বৃহস্পতিবার তাঁর লিভ ইন পার্টনারের বাড়িতে পার্টি ছিল। পরেরদিন সকালে অসুস্থতা বোধ করায় সারাদিন ওই ফ্ল্যাটেই শুয়ে ছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরেও তাঁর কোনও সারাশব্দ না পাওয়ায় প্রেমিক বিকাশ দত্তের সন্দেহ হয়। তিনি কাছে যেতেই বুঝতে পারে কোনও একটা অঘটন ঘটেছে। তারপর বিকাশই থানায় খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অন্যদিকে ওই যুবককেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশসূত্রে খবর, বৃহস্পতিবার পার্টি চলাকালিন প্রচুর পরিমানে মদ ও সিগারেট পান করেছিলেন ওই তরুণী। এমনকী নেশাগ্রস্থ অবস্থায় নাকি সিঁড়ি দিয়েও পড়ে গিয়েছিলেন। তারপর তাঁকে তুলে নিয়ে এসে ঘরে শুইয়ে দেন বিকাশ। পরেরদিন সকালে ওই যুবক এলাকার আরেকটি ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে তাঁর মা থাকতেন। বিকাশ জানান, তাঁর মা ক্যানসারে আক্রান্ত, তাই মায়ের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই সকালে চলে যান তিনি। পরে নিজের ফ্ল্যাটে ফিরে এসে দেখে যে তরুণী আগের মতোই শুয়ে রয়েছেন। সেই সময় বিষয়টি স্বাভাবিক মনে করলেও বেলা গড়াতেই তাঁর সন্দেহ বাড়ে।

এরপর মহিলার গায়ে হাত দিয়ে ডাকাডাকি করলে কোনও সাড়া পান না বিকাশ। ঘটনাটি প্রতিবেশীদের জানান। কিন্তু তাঁরাও কোনও সাহায্য করেন না। এরপরেই পুলিশে জানানো হয়। সেই সঙ্গে তরুণীর পরিবারকে ওই যুবকই ফোন করে বিষয়টি জানান। পুলিশ এসে দেহটি উদ্ধার করেন এবং বিকাশকেও গ্রেফতার করেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে অসংখ্য মদের বোতল। যদিও দেহে কোনও আঘাতের চিহ্ন এখনও পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।



@endif