Amit Shah's Bengal Visit: দুশোর বেশি আসন নিয়ে বাংলায় সরকার গড়বে বিজেপি: অমিত শাহ

রাজ্য (West Bengal) সফর শেষে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক হত্যা, নারী নির্যাতন সহ নান ইশুতে রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি। অমিত শাহের দাবি, রাজ্যে মে মাসে সরকার গড়বে বিজেপি। দুশোর বেশি আসন পাবে বিজেপি। তিনি বলেন, এবার আমার হাসির সময় এসেছে।

অমিত শাহ (Photo: ANI)

কলকাতা, ৬ নভেম্বর: রাজ্য (West Bengal) সফর শেষে রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক হত্যা, নারী নির্যাতন সহ নান ইশুতে রাজ্য সরকারকে তুলোধোনা করেন তিনি। অমিত শাহের দাবি, রাজ্যে মে মাসে সরকার গড়বে বিজেপি। দুশোর বেশি আসন পাবে বিজেপি। তিনি বলেন, এবার আমার হাসির সময় এসেছে।

এক নজরে অমিত শাহের বক্তব্য: