Anubrata Mondal Arrested: অনুব্রতর গ্রেপ্তারির আনন্দে গুড় বাতাসা-নকুলদানা বিতরণে মাতল বিজেপি

অনুব্রত মণ্ডল মানেই ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে’, ‘চড়াম চড়াম ঢাকের বাদ্যি,’ ‘গুড়, বাতাসা, নকুলদানা বিলি’। এই শব্দগুচ্ছ রাজ্য রাজনীতির খবর রাখেন আর জানেন না, এটা হতেই পারে না। সেই অনুব্রত মণ্ডল কি না সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন (Anubrata Mondal Arrested)।

Anubrata Mandal. (Photo Credits: Twitter)

কলকাতা, ১১ অগাস্ট:  অনুব্রত মণ্ডল মানেই ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে’, ‘চড়াম চড়াম ঢাকের বাদ্যি,’ ‘গুড়, বাতাসা,  নকুলদানা বিলি’। এই শব্দগুচ্ছ রাজ্য রাজনীতির খবর রাখেন আর জানেন না, এটা হতেই পারে না। সেই অনুব্রত মণ্ডল কি না সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন (Anubrata Mondal Arrested)। খবর জানাজানি হতেই গেরুয়া উল্লাস শুরু হল রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। বিজেপির নেতা কর্মীরা নকুলদানা, গুড়, বাতাসা বিলি শুরু করেছেন। পথে ঘটে যানবাহন থামিয়ে বিলি হওয়া গুড় বাতাসা সকলে যে হাত পেতে নিচ্ছেন, এমন নয়। অনেকে প্রত্যাখ্যানও করছেন। আরও পড়ুন-Anubrata Mondal Arrested: ‘খেলা শেষ’, অনুব্রতর গ্রেপ্তারিতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

এই যেমন বউবাজারের ব্যাঙ্ক অব ইন্ডিয়া মোড়েও বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে গুড়, বাতাসা বিলি করা হয়। বাসে বসে থাকা মানুষ থেকে পথচলতি জনতা— নকুলদানা দেন বিজেপির নেতাকর্মীরা। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল নিজের হাতে জনগণকে গুড় বাতাসা বিলি করলেন। কলকাতায় বিজেপি নেতা কল্যাণ চৌবের নেতৃত্বে গুড় বাতাসা বিতরণ হল।

মেদিনীপুরে বিজেপি নেতারা পথচলতি মানুষকে বলতে থাকেন, ‘অনুব্রত সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন, সেই আনন্দে তাঁর বলা গুড়, বাতাসা বিলি করা হচ্ছে। মানুষের উদ্দেশে বিজেপির আহ্বান, ‘আপনারাও গুড়, বাতাসা খেয়ে আনন্দে শামিল হন।’