BJP: শুভেন্দুর বিরুদ্ধে বিষোদগার, শৃঙ্খলাভঙের অভিযোগে দল থেকে বহিষ্কার বিজেপি নেতা
সামনেই হাওড়ায় পুর নির্বাচন। পুর নির্বাচন উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী সেখানে যে কমিটি গঠন করেন, তার কড়া বিরোধিতা করেন সুরজিৎ সাহা। শুভেন্দুর কাছ থেকে তাঁদের সার্টিফিকেট কেন নিতে হবে বলে প্রশ্ন তোলেন সুরজিৎ সাহা।
কলকাতা, ১০ নভেম্বর: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হল বিজেপির হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহাকে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেই সুরজিৎ সাহাকে বহিষ্কার করা হয় দল থেকে। বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত অধিকারী (Sukanta Mujamdar ) নিজে সুরজিৎ সাহাকে দল থেকে বহিষ্কার করেন। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।
সামনেই হাওড়ায় পুর নির্বাচন। পুর নির্বাচন উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী সেখানে যে কমিটি গঠন করেন, তার কড়া বিরোধিতা করেন সুরজিৎ সাহা (Surajit Saha)। শুভেন্দুর কাছ থেকে তাঁদের সার্টিফিকেট কেন নিতে হবে বলে প্রশ্ন তোলেন সুরজিৎ সাহা।
আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তানে মাটি ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ নয়, নিরাপত্তা বৈঠকে কড়া বার্তা ভারতের
হাওড়া পুর ভোট উপলক্ষ্যে শুভেন্দু অধিকারী যে কমিটি গঠন করেন, তাকে 'ভারতীয় জনতা তৃণমূল কংগ্রেস পার্টি' বলে অভিযোগ করেন সুরজিৎ সাহা। মাত্র কয়েকদিন হল শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগ দিয়েছেন। মাত্র কয়েকদিন বিজেপিতে এসে শুভেন্দু কেন দলে সমস্ত ধরনের সিদ্ধান্ত নেবেন, তা নিয়েও প্রশ্ন তোলেন সুরজিৎ সাহা।