Sadhus Assaulted By Mob In Purulia: দেখুন, পুরুলিয়ায় সাধুদের ওপর হামলা, তৃণমূলকে কাঠগড়ায় তুলল বিজেপি
এই ঘটনার প্রতিক্রিয়ায় মালব্য লিখেছেন, ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। পালঘরে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে বেড়াতে আসা সাধুদের বিবস্ত্র করে মারধর করে দুষ্কৃতীরা।
পুরুলিয়া: গত ১২ জানুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় একদল সাধুকে বিবস্ত্র করে মারধর করা হয়। এক্স (পূর্বের টুইটার)-এ এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সাধুদের গণপিটুনির শিকার হতে দেখা গিয়েছে। সাধুদের ওপর হামলার ঘটনার পর প্রতিক্রিয়ায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) অভিযোগ করেন, সাধুদের ওপর হামলার পিছনে তৃণমূলের যোগ রয়েছে। মালব্য জানান, আসন্ন মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে সাধুরা গঙ্গাসাগরে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় একদল জনতা তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। ভিডিওতে দেখা যায়, এক নগ্ন সাধুকে বেধড়ক মারধর করছে কয়েকজন। অন্য সাধুদেরও বিবস্ত্র করে মারধর করা হয় বলে অভিযোগ। TMC MLA Tapas Roy: প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর তাপস রায়ের বাড়ি থেকে বেরল ইডি
দেখুন ঘটনা
এই ঘটনার প্রতিক্রিয়ায় মালব্য লিখেছেন, 'ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। পালঘরে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে বেড়াতে আসা সাধুদের বিবস্ত্র করে মারধর করে দুষ্কৃতীরা।' তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে শাহজাহান শেখের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রীয় সুরক্ষা পায় এবং সাধুদের গণপিটুনি দেওয়া হয়।' এর আগে ২০২০ সালের ১৬ এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলার গড়চিঞ্চলে গ্রামে দুই হিন্দু সাধু ও তাদের গাড়ি চালককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। দেশব্যাপী লকডাউনের সময় ওই এলাকায় চোররা কাজ করছে বলে হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানোয় সাধুদের গাড়িতে হামলা চালায় জনতা। সাধু এবং তাদের ড্রাইভারকে চোর হিসাবে ভুল করে জনতা হত্যা করেছিল। গণপিটুনির ঘটনায় ১০০ জনেরও বেশি গ্রামবাসীকে গ্রেফতার করা হয়।