JP Nadda in Naihati: বঙ্কিমভবন ঘুরে গৌরীপুরে চটকল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ জেপি নাড্ডার

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ঘুরে দেখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এরপর সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি। ট্রাস্টির সদস্যদের সঙ্গে বার্তালাপের পর তিনি বলেন, সোনার বাংলা গড়াই আমাদের মূল লক্ষ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গান ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম অনুপ্রেরণা। এরপর সকলকে ধন্যবাদ দিয়ে তিনি গৌরিপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবনাথ যাদবের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। জেপি নাড্ডার সম্মানে আদতে বিহারের আরা জেলার আদি বাসিন্দা দেবনাত যাদবের বাড়িতে পাঁচজনের পাত পড়তে চলেছে।

মধ্যাহ্নভোজ সারছেন জেপি নাড্ডা সঙ্গে দিলীপ ঘোষ, অর্জুন সিং(Photo Credits: Twitter)

নৈহাটি, ২৫ ফেব্রুয়ারি: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন ঘুরে দেখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। এরপর সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি। ট্রাস্টির সদস্যদের সঙ্গে বার্তালাপের পর তিনি বলেন, সোনার বাংলা গড়াই আমাদের মূল লক্ষ্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গান ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম অনুপ্রেরণা। এরপর সকলকে ধন্যবাদ দিয়ে তিনি গৌরিপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানেই ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবনাথ যাদবের বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ। জেপি নাড্ডার সম্মানে আদতে বিহারের আরা জেলার আদি বাসিন্দা দেবনাত যাদবের বাড়িতে পাঁচজনের পাত পড়তে চলেছে। পৌঁছেও গেছেন তিনি। চলছে অভ্যার্থনার পালা। গোটা পথটাই ফুল দিয়ে সাজানো হয়েছে।  আরও পড়ুন-West Bengal Assembly Election: ১৯৫২ থেকে ২০১৬, নিরন্তর পালাবদলে বাংলার রাজনৈতিক ইতিহাস

নিরামিশভোজী জেপি নাড্ডার আহারের জন্য দেবনাথবাবুর বাড়িতে তৎপরতা তুঙ্গে। বিজেপির কর্মী সমর্থকা এলাকায় জড়ো হয়েছেন। সেই ভিড় ঠেলে দেবনাথবাবুর বাড়িতে ঢুকতে হচ্ছে বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। ভাত, রুটি,

মেনুতে থাকছে ভাত, রুটি, পাঁচ রকমের লালশাক ভাজা, ভাজা, করলাভাজা, আলুভাজা, বেগুন ভাজা, মুসুর ও সবজি ডাল, দুরকমের এঁচোরের তরকারি, আলু ফুলকপির তরকারি, মটর পনির, আমের চাটনি, রসগোল্লা, দই, মাখা সন্দেশ। মধ্যাহ্নভোজের পর্ব সেরে চলে সবাইকে নিয়ে চলে যাবেন বারাকপুরে। সেখানেই রয়েছে তাঁর আজকের জনসভা। এদিন দেবনাথবাবুর বাড়িতে পাঁচজনের পাত পড়েছে। তালিকায় জেপি নাড্ডা ছাড়াও রয়েছেন কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ, অর্জুন সিং প্রমুখ।



@endif