Dilip Ghosh Attack Opposition Alliance: বিরোধীদের জোটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন দিলীপ ঘোষ
বিরোধী দলগুলির জোটকে কটাক্ষ করে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তুলনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ভারতের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতা: বিরোধী দলগুলির জোটকে কটাক্ষ করে এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির (East India Company) সঙ্গে তুলনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh)। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) ভারতের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন তিনি।
এপ্রসঙ্গে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, "ওরা নাম দিয়েছে I.N.D.I.A (Indian National Development Inclusive Alliance), এটা সেই ইন্ডিয়া (India) নয়। ইন্ডিয়া প্রতিবছর পরিবর্তন (changes) হয়। গতবার ওরা আলাদা নাম রেখেছিল ইউপিএ (UPA)। ওদের আদর্শ (ideas), চিন্তাধারা (purpose) ও উদ্দেশ্য এবং শক্তি (strength) পালটে যায়। ভারতীয় জনতা পার্টি ভারতের (Bharat) সঙ্গে আছে। ওরা সম্ভবত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে রয়েছে। সেই কারণেই মানুষ ভারত ও এনডিএ (NDA)-তে যোগ দিচ্ছেন।"
দু-দিনের বৈঠকের পর গতকাল ২৬টি দলের তরফে যে বিজেপি বিরোধী জোট গঠন করা হয়েছে তার নাম ইন্ডিয়া রাখা হয়েছে বলে ঘোষণা করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। নীতীশ কুমারের পাশাপাশি কংগ্রেসের অন্দরেও নাকি নামটি নিয়ে আপত্তি রয়েছে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রয়াত কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা তো টুইট করে রীতিমতো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শীর্ষ নেতৃত্বের দিকে। জোটের যদি পরাজয় হয় তাহলে কী 'ইন্ডিয়া হেরে গেল' লেখা খবরগুলি দেশের সম্মান নষ্ট করবে না বলেও জানতে চেয়েছেন। ইতিমধ্যে এই বিষয় নিয়ে দিল্লির বারখাম্বা থানায় অভিযোগও দায়ের করেছেন এক ব্যক্তি। রাজনৈতিক কারণে দেশের নাম এভাবে ব্যবহার করা যায় না বলেই দাবি তাঁর।
বিষয়টি নিয়ে তীব্র আক্রমণ চালাচ্ছেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা অশ্বিনী চৌবেও এই জোটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ওটা ইন্ডিয়া নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে লুটে নিয়েছে। তারপর এদেশের নাম ইন্ডিয়া রেখেছে। অনেকটা সাপের খোলস ছাড়ার মতো। এরাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশকে লুটবে। আরও পড়ুন: Sukanta Majumdar Attack Mamata Banerjee: 'মমতা ব্যানার্জীর জন্যই হিংসা এখনও চলছে', ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে কী বললেন সুকান্ত