Arjun Singh: 'মমতা ব্যানার্জির নির্দেশে আমায় এনকাউন্টার করার পরিকল্পনা করা হয়েছে', রাজ্যপালকে চিঠি দিয়ে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের
ফের রাজ্য রাজনীতিতে বিজেপি-তৃণমূল সংঘাত। করোনাপরিস্থিতি নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের বিরোধিতা করেছে বিজেপি। রাজ্যপাল থেকে কেন্দ্রীয় দল সকলের সঙ্গেই চিঠি চালাচালির মধ্যে দিয়েই চলেছে দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। অর্জুন সিং দাবি করেন, রাজ্য সরকার কিছুতেই প্রথমে রাজি হচ্ছিল না শ্রমিক ট্রেন চালানোর জন্য। পরবর্তীকালে কেন্দ্রীয় রেলমন্ত্রীর চাপে পড়ে মমতা সরকার রেলের বিষয়ে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, দুঃস্থদের দাবি দাওয়া প্রসঙ্গে বিজেপি সরব হতেই প্রতিহিংসায় নেমে আসে তৃণমূল।
কলকাতা, ১৫ মে: ফের রাজ্য রাজনীতিতে বিজেপি-তৃণমূল সংঘাত। করোনা পরিস্থিতি নিয়ে শুরু থেকেই রাজ্য সরকারের বিরোধিতা করেছে বিজেপি (BJP)। রাজ্যপাল থেকে কেন্দ্রীয় দল সকলের সঙ্গেই চিঠি চালাচালির মধ্যে দিয়েই চলেছে দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। অর্জুন সিং দাবি করেন, রাজ্য সরকার কিছুতেই প্রথমে রাজি হচ্ছিল না শ্রমিক ট্রেন চালানোর জন্য। পরবর্তীকালে কেন্দ্রীয় রেলমন্ত্রীর চাপে পড়ে মমতা সরকার রেলের বিষয়ে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, দুঃস্থদের দাবি দাওয়া প্রসঙ্গে বিজেপি সরব হতেই প্রতিহিংসায় নেমে আসে তৃণমূল।
অর্জুন সিং রাজ্যপাল জগদীপ ধনখরকে চিঠিতে লেখেন, 'মমতা ব্যানার্জির নির্দেশে গতকাল জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর তাঁকে এবং তাঁর পরিবারকে ক্রস ফায়ারিংয়ের অজুহাতে মেরে ফেলতে চেয়েছিলেন।' এককথায় তিনি বলতে চেয়েছেন, সাদা পোশাকে পুলিশ পাঠিয়ে এনকাউন্টার করতেই পুলিশ পাঠানো হয়েছিল। এবিষয়ে তদন্তেরও দাবি জানানো হয়েছে। আরও পড়ুন, বাড়ি ফিরতে ৩০ কিমি হেঁটে ট্রেন ধরতে চেয়েছিলেন, হৃদরোগে প্রাণ গেল পরিযায়ী শ্রমিকের
তিনি বলেন, 'দুটি হত্যা হয়েছে কাঁকিনাড়ায়...মমতার প্রশাসনিক কর্তারা অর্জুন সিং কে নোটিশ দিতে সাংসদের কাছে গিয়ে নোটিশ লিখছেন। অর্জুনের প্রশ্ন, 'কেউ নোটিস এখানে এসে কেন লিখবেন? তা তো পাঠাতেই পারেন!' সেই সূত্র ধরেই তাঁর দাবি, সংঘর্ষের আবহ তৈরির চেষ্টা করছে রাজ্য সরকার। অর্জুন সিংয়ের এই বিস্ফোরক দাবিতে ফের বাড়ল বিজেপি-শাসক দলের সংঘাত।