Kalyani: ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে রণক্ষেত্র কল্যাণী, গ্রেফতার বিজেপি বিধায়ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামনো হল ব়্যাফ

বিজেপি বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে অগ্নিগর্ভ হল কল্যাণী। জানা যাচ্ছে, বুধবার কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড বানানোর জন্য পাঁচিল তুলছিিল পুরকর্মীরা।

BJP Flag (Photo Credit: File Photo)

বিজেপি বিধায়ককে গ্রেফতারির প্রতিবাদে অগ্নিগর্ভ হল কল্যাণী (Kalyani)। জানা যাচ্ছে, বুধবার কল্যাণী পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকায় ডাম্পিং গ্রাউন্ড (Dumping Ground) বানানোর জন্য পাঁচিল তুলছিিল পুরকর্মীরা। আর সেই কাজে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। পরে সেখানে আসেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনিও এর প্রতিবাদ জানাতে শুরু হয় পুরকর্মীদের সঙ্গে বচসা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তখনই অম্বিকা সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আর তারপরেই রণক্ষেত্র পরিস্থিতি হয় ওই এলাকায়।

জানা যাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর। পাল্টা ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল। এমনকী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। নামানো হয় ব়্যাফ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তারপরেও অশান্তি থামার নাম নিচ্ছে না। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তবে বর্তমানে এলাকায় কড়া পুলিশি নজরদারি চলছে বলে জানা গিয়েছে।

পুলিশসূত্রে খবর, ওই এলাকায় ১০.২৪ একর জমিতে ডাম্পিং গ্রাউন্ড বানানো নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের অমত ছিল। মূলত আশেপাশে বসতবাড়ি রয়েছেষ ফলে ওখানে ডাম্পিং গ্রাউন্ড বানালে দূষণ হবে। সেই কারণেই পুরসভার সঙ্গে মতবিরোধ চলছিল। মঙ্গলবার সেই মাঠের পাঁচিল তোলার কাজ শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর আজ বিজেপি বিধায়ক গিয়ে সেই প্রতিবাদে সামিল হতেই পরিস্থিতি রণক্ষেত্র আকার ধারণ করে।



@endif