BJP Agitation In Kolkata: পঞ্চায়েতে হিংসার জেরে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির, কলকাতার ভিডিয়ো

রবিবার বিকেলে বিজেপির নেতা-নেত্রীরা কলকাতায় অবস্থিত রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন।

Photo Credits: ANI

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণার পর থেকে হিংসা (Violence) শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে (West Bengal)। গতকাল শনিবার ভোটের দিন তা চূড়ান্ত রূপ নিল। একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়ার অশান্তির (clash) ফলে মৃত্যু হল ১৫ জনের। যা নিয়ে রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিরোধীরা। রবিবার বিকেলে বিজেপির নেতা-নেত্রীরা (Bharatiya Janata Party leaders) কলকাতায় (Kolkata) অবস্থিত রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ (Agitation) দেখালেন।

দেখুন ভিডিয়ো:

পরে এই বিক্ষোভ প্রসঙ্গে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (WB BJP's state general secretary Jagannath Chattopadhyay) বলেন, "আমরা রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার (State Election Commissioner Rajeev Sinha) সঙ্গে দেখা করে পঞ্চায়েত ভোটে হিংসার জন্য অভিযোগ জানিয়েছি। পঞ্চায়েত নির্বাচনে (panchayat elections) মোট ১০ থেকে ১২ হাজার বুথ দখল (captured) করা হয়েছে। আমরা রাজীব সিনহাকে সমস্ত বুথের বিস্তারিত তালিকা (complete list) জমা দিয়ে ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের (re-election) দাবি (demanded) জানিয়েছে। আমরা চাই এই নির্বাচন যেন স্বশস্ত্র কেন্দ্রীয় পুলিশ ফোর্সের নিরাপত্তার (CAPF security) মধ্যে করা হয়।" আরও পড়ুন: CV Ananda Bose: পঞ্চায়েতে হিংসা জের, দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন রাজ্যপাল!



@endif