Suvendu Attacks Mamata: জনগণের টাকা নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী! মমতার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

রবিবার একাধিক টুইট করে নন্দীগ্রামের বিধায়ক প্রশ্ন করেন, শুক্রবার বাঁকুড়া জেলায় রাজ্য জন সরবরাহ প্রকল্পের উপভোক্তাদের নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার টাকা কোথা থেকে এলো?

Photo Credits: PTI

কলকাতা: রাজ্যের সাধারণ মানুষের (public money) টাকা নিজের রাজনৈতিক স্বার্থে (political ends) ব্যবহার (Use) করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোকে (TMC Chief) আক্রমণ করে এই অভিযোগই করলেন বিজেপি বিধায়ক (BJP MLA) ও বিরোধী দলনেতা (Leader Of Opposition) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

রবিবার একাধিক টুইট করে নন্দীগ্রামের বিধায়ক প্রশ্ন করেন, শুক্রবার বাঁকুড়া (Bankura) জেলায় রাজ্য জন সরবরাহ প্রকল্পের (State public distribution scheme) উপভোক্তাদের (Beneficiaries) নিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার টাকা (Money) কোথা থেকে এলো?

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বাঁকুড়া জেলার বলরামপুরে (Balarampur) হওয়া এই ধরনের অনুষ্ঠানগুলির (function) টাকা সরকারের কোন খাত (source of funds) থেকে হচ্ছে তা প্রকাশ্য আনার দাবিও জানিয়েছে বিরোধী দলনেতা। এপ্রসঙ্গে একটি টুইটে লিখেছেন, এখনও পর্যন্ত এই ধরনের অতিরিক্ত খরচের টাকা কোন খাত থেকে দেওয়া হয়েছে তাতে জানানো হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বাঁকুড়ার জেলাশাসক (DM Bankura) কি নির্দিষ্ট করে জানাবেন এর টাকা কোথা থেকে এল? মিড ডে মিল (Mid Day Meal)? পিএম পোশান (PM Poshan)? ন্যাশনাল হাইওয়ের (National Highway) জমি অধিগ্রহণের (acquisition of land) জন্য কেন্দ্রীয় সরকার (Central Grant) যে টাকা দেয় তার থেকে? আর্থিক হাল যখন ভালো নয় তখন পশ্চিমবঙ্গে এই ধরনের অতিরিক্ত খরচা (extravagance) কেন করা হচ্ছে?

অন্য একটি টুইটে বিজেপি বিধায়ক প্রশ্ন তুলেছেন ওই অনুষ্ঠানে থাকা স্কুল পড়ুয়াদের (School Student) কেন নিয়ে যাওয়া হল তা নিয়েও। শুভেন্দুর অভিযোগ, বাঁকুড়ার ওই অনুষ্ঠানে দরিদ্র উপভোক্তা ও স্কুল পড়ুয়াদের ৭৮ লক্ষ টাকায় ৭০০টি বাস ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে সাধারণ জনগণের টাকায় জোর করে স্কুল পড়ুয়াদের রাজনৈতিক ভাষণ (political speeches) শুনতে বাধ্য করেছেন মুখ্যমন্ত্রী।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now