Sukanta Majumdar:'শুধু সিপিকে সরিয়ে বাঁচা যাবে না, নিজে পদত্যাগ করুন' মমতাকে কটাক্ষ সুকান্তর

এদিন মোট ৫ দফা দাবিতে আলোচনা হয়। জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে অপসারণ করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(Vineet Goyal), ডিসি নর্থকে।

Sukanta Majumdar (Photo Credits: IANS)

কলকাতাঃ ৩৮ দিন ধরে টানা আন্দোলন(RF Kar Protest)। একাধিক বৈঠকের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর অবশেষে জুনিয়র ডাক্তারদের(Junior Doctors)) সঙ্গে বৈঠকে বসেছে রাজ্য সরকার(State Government)। সোমবার মুখ্যমন্ত্রীর(Chief Minister) বাসভবনে জুনিয়ির ডাক্তারদের সঙ্গে মুখোমুখি বসেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন মোট ৫ দফা দাবিতে আলোচনা হয়। জুনিয়র ডাক্তারদের দাবিকে মান্যতা দিয়ে অপসারণ করা হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(Vineet Goyal), ডিসি নর্থকে। শুধু তাই নয়, সরানো হয় স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। তবে মমতার এই সিদ্ধান্তকে সদর্থক হিসেবে দেখছে না বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে, সিপিকে সিরিয়ে লাভ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। সোমবারের বৈঠকের পর বিজেপি নেতা বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দাবি মেনেছেন। তবে আগে কেন শোনেননি? সিপিকে সরাননি কেন? বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস হারিয়েছে। বাংলার আনাচেকানাচে ছড়িয়ে পড়েছে আন্দোলন। শুধু পুলিশ প্রশাসনের উপর দিয়ে সবটা চালিয়ে দিলে হবে না। পুলিশদের ঢাল করে নিজে বেঁচে যাবেন তা হবে না।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন জনতার স্বার্থে পদ্যত্যাগ করবেন। বাংলার মানুষ মমতার উপর আস্থা হারিয়েছে। জনগণ চাইলে পদত্যাগ করার কথা নিজের মুখেই জানিয়েছেন তিনি, তাই ভারতীয় জনতা পার্টির আন্দোলন এই বিষয়টিতেই ফোকাস করবে।"

VIDEO | Kolkata rape-murder case: “Mamata Banerjee agreed to some demands (put forth by junior doctors), while earlier she was refusing to agree to them. This agitation has been going on in every corner of Bengal and the people of Bengal have lost all faith in this CM. BJP knows… pic.twitter.com/6DycUB49zW

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now