Ramakrishna Mission: রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতি হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
গত রবিবার গভীর রাতে দুষ্কৃতি তাণ্ডব চলে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে (Ramakrishna Mission)। কার্যত সিসিটিভি ক্যামেরা ভেঙে নিরাপত্তারক্ষী সহ আশ্রমকর্মীদের ওপর হামলা চালায় তাঁরা। জানা যাচ্ছে, ওই জায়গা থেকে সরে যাওয়ার হুমকিও দিয়েছে দুষ্কৃতিরা। মূলত জমি দখলকে কেন্দ্র করেই এই হামলা বলে জানিয়েছেন আবাসিকরা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।মঙ্গলবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশকেই কাঠগড়ায় তোলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
রামকৃষ্ণ মিশনের সাধুসন্তদের কাছে আর কোনও উপায় নেই। ওনাদের ওখানেই থাকতে হবে। কিন্তু যার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে সেই আশ্রমের কর্মীদের হুমকি দিয়েছে। সিসিটিভি ক্যামেরা এবং আবাসিকদের মোবাইল ফোন সেই ভেঙেছে। আর সে হলেন প্রদীপ রায়, যিনি এই ঘটনার মুখ্য অভিযুক্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কিছু করবে না। কারণ এই প্রদীপ রায়ের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে ভালো সম্পর্ক।
প্রসঙ্গত, জলপাইগুড়ির সেবক রোডের কাছে রামকৃষ্ণ মিশন রয়েছে। আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দের অভিযোগ, প্রায় জনা ১৫ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে রবিবার রাতে মিশনে হামলা চালিয়েছিল। মূলত তাঁদের আশ্রমটি ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল। এবং না শুনলে বা থানায় অভিযোগ দায়ের করা হলে তাঁদের মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতি দল। ইতিমধ্যেই এই নিয়ে ভক্তিনগর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। আর তারপরেই শুরু হয়েছে তদন্ত।