Barrackpore: টিটাগড়ে বিজেপি পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ মণীশ শুক্লা

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

ব্যারাকপুর, ৪ অক্টোবর: রবিবার রাতে টিটাগড়ে বিজেপি পার্টি (BJP Party Office) অফিসের সামনে গুলিবিদ্ধ মণীশ শুক্লা (Manish Shukla)। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন এই নেতা। জানা গেছে, তাঁর শরীরে একাধিক বুলেটের আঘাত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মণীশকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মণীশকে গুলি করেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।