Anirban Ganguly Attack TMC: পশ্চিমবঙ্গে হিংসা নিয়ে শাসকদল তৃণমূলকে তোপ, ভিডিয়োতে শুনুন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির বক্তব্য

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে গণ্ডগোল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। হিংসার ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও সরকারের তরফে তা নস্যাৎ করা হচ্ছে।

Photo Credits: ANI

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব (nominations) থেকে গণ্ডগোল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে (West Bengal)। হিংসার (violence) ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যদিও সরকারের তরফে তা নস্যাৎ করা হচ্ছে। এর মাঝেই রবিবার রাজ্যে হিংসার জন্য শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি (BJP Leader Dr. Anirban Ganguly)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "মোট ৯ জন মানুষ তাঁদের প্রাণ (Life) হারিয়েছেন (lost)। ২০১৮ সালেও একই ঘটনা ঘটিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। তারা মানুষকে হুমকি দিয়ে (threats) ও ব্ল্যাকমেল (blackmailing) করে মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। মনোনয়ন ২০ তারিখ পর্যন্ত তোলা যাবে। তাই যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের হুমকি দিয়ে সেগুলি তোলার কথা বলা হচ্ছে। আর এই বিষয়ে শাসকদলকে (ruling party) হিংসা করতে সাহায্য (supporting) করছে পুলিশ (Police)।" আরও পড়ুন: West Bengal: দেহে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন, কোচবিহারের সাহেবগঞ্জের পাট ক্ষেতে পাওয়া গেল এক ব্যক্তির মৃতদেহ