বঙ্গ বিজেপিতে কোণঠাসা শোভন চ্যাটার্জি, দায়িত্ব বাড়ল সব্যসাচী দত্তর

বঙ্গ বিজেপিতে আরও কোণঠাসা কলকাতার প্রাক্তন মেয়র (Ex- Mayor) তথা বর্তমান বিজেপির সদস্য শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee)। দক্ষিণ কলকাতায় গান্ধী সংকল্প যাত্রার দায়িত্ব পেলেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। ২৪ ঘন্টার খবর অনুযায়ী, এর আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে এই দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন না তিনি। মনে করা হচ্ছে বিধাননগরের প্রাক্তন মেয়রকেই ব্যবহার করতে চাইছে বিজেপি। উপস্থিত থাকবেন মুকুল রায়।

সব্যসাচী দত্ত (Photo Credits: PTI)

কলকাতা, ১৪ অক্টোবর: বঙ্গ বিজেপিতে আরও কোণঠাসা কলকাতার প্রাক্তন মেয়র (Ex- Mayor) তথা বর্তমান বিজেপির সদস্য শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee)। দক্ষিণ কলকাতায় গান্ধী সংকল্প যাত্রার দায়িত্ব পেলেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। ২৪ ঘন্টার খবর অনুযায়ী, এর আগে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জিকে এই দায়িত্ব দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত দায়িত্ব পেলেন না তিনি। মনে করা হচ্ছে বিধাননগরের প্রাক্তন মেয়রকেই ব্যবহার করতে চাইছে বিজেপি। উপস্থিত থাকবেন মুকুল রায়।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, "দলের নির্দেশ, যেখানে আমরা জিততে পারিনি সেখানে অন্য দল থেকে আসা বিধায়ক, এমপিদের কাজে লাগাতে হবে। এটা বাড়তি দায়িত্ব নয়। শোভনদা বাইরে আছেন। ফিরলে কথা হবে।" উল্লেখ্য, আজ সকালে চায় পে চর্চায় বেরিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি পৌঁছন কাদাপাড়া বস্তিতে। সেখানে কর্মীরা স্লোগান মালা টিকা পরিয়ে বরণ করেন তাঁকে। আরও পড়ুন, আজ থেকে বন্ধ ৯টি রুটের ৩০০টি বাস; সপ্তাহের প্রথম দিনেই তীব্র হয়রানির শিকার নিত্যযাত্রীরা 

অন্যদিকে শোভন চ্যাটার্জির দলের কোনও কর্মসূচিতে অংশ না নেওয়ায় তাঁকে ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বরা কথা বলবেন বলেই জানা গিয়েছে। কেন তিনি কোনও মিটিং মিছিলে যোগ দিচ্ছেন না তা জানতে চাওয়া হবে দল থেকে।

এই সংকল্প যাত্রা হবে ১৫ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। আগে ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের বদলে স্থির হয়েছে। যাত্রায় প্রত‍্যেক লোকসভা কেন্দ্রে দেড়শো কিলোমিটার পদযাত্রার লক্ষ্যমাত্রা স্থির হয়েছে। সেইসঙ্গে প্রতি লোকসভা কেন্দ্রে সমাবেশও করা হবে। ১০ দিনে মোট সাড়ে ৪ হাজার কিমি পদযাত্রার সংকল্প নিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদ ও ২ জন রাজ‍্যসভার সাংসদ প্রত্যেকেই উপস্থিত থাকবেন সেই সংকল্পযাত্রায়।