Birbhum violence: 'পশ্চিমবঙ্গে জন্মানো কি অপরাধ?' রামপুরহাট 'গণহত্যা'য় সরব রূপা হু হু করে কাঁদলেন রাজ্যসভায়
রূপা বলেন, পশ্চিমবঙ্গ আর বসবাসের যোগ্য নেই। রামপুরহাটে বলা হচ্ছে ৭-৮ জন মারা গিয়েছেন, কিন্তু আদতে কজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পর্দার দ্রৌপদী।
দিল্লি, ২৫ মার্চ: পশ্চিমবঙ্গে (West Bengal) জন্মানো কি অপরাধ? রামপুরহাট (Rampurhat) 'গণহত্যা' নিয়ে শুক্রবার রাজ্যসভায় সরব হন রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূেলর উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। কে ভাদু শেখকে হত্যা করল, তা কেউ জানে না। ভাদু শেখের মৃত্যুর পর গণহত্যা চালানো হয় বলে অভিযোগ করেন রূপা (Roopa Ganguly)। বিজেপি সাংসদ আরও অভিযোগ করেন, ভাদু শেখের মৃত্য়ুর পর প্রথমে সেখানেকার বেশ কিছু মানুষের হাত, পা ভেঙে দেওয়া হয়। এরপর হাত, পা ভাঙা অবস্থায় পেট্রোল ঢেলে তাঁদের পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন রূপা। বগটুই গ্রামে গণহত্যা চালানো হয় বলে রাজ্যসভায় বলতে গিয়ে হু হু করে কেঁদে ফেলেন রূপা গঙ্গোপাধ্যায়।
রূপা বলেন, পশ্চিমবঙ্গ আর বসবাসের যোগ্য নেই। রামপুরহাটে বলা হচ্ছে ৭-৮ জন মারা গিয়েছেন, কিন্তু আদতে কজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পর্দার দ্রৌপদী।
রামপুরহাট গণহত্যা নিয়ে বলতে উঠে আনিস খানের প্রসঙ্গও টেনে তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। আনিস খানকে কে বা কারা খুন করল বলেও প্রশ্ন তোলেন বিতজেপি সাংসদ।