ভাটপাড়া ঘুরে এসে অর্জুন সিংকে গ্রেফতারির দাবিতে সরব ফিরহাদ হাকিম, পাল্টা চ্যালেঞ্জ ব্যারাকপুরের সাংসদের

জয় শ্রী রাম'হোর্ডিংয়ে মোড়া ভাটপাড়া শুক্রবার ঘুরে এল তৃণমূলের পরিষদীয় প্রতিনিধি দল। অর্জুন সিংয়ের গড়ে ঘুরে এসে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট তুলে দেবে তৃণমূলের এই প্রতিনিধি দল।

ফিরহাদ হাকিম ও অর্জুন সিং। (Photo Credits: Twitter)

কলকাতা, ২৮ জুন: 'জয় শ্রী রাম'ব্যানারে মোড়া ভাটপাড়া শুক্রবার ঘুরে এল তৃণমূলের পরিষদীয় প্রতিনিধি দল। অর্জুন সিংয়ের গড়ে ঘুরে এসে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট তুলে দেবে তৃণমূলের এই প্রতিনিধি দল। সাংসদ অর্জুন সিং আগেই হুমকি দিয়ে রেখেছিলেন, জয় শ্রী রাম স্লোগান তুলে তৃণমূলের প্রতিনিধি দলকে ভাটপাড়ায় স্বাগত জানানো হবে। থমথমে ভাটপাড়ায় তা নিয়ে উত্তেজনা ছিল। কিন্তু পুলিশের কড়া প্রহরায় নির্বিঘ্নেই ভাটপাড়া সফর সারলেন ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের পরিষদীয় প্রতিনিধিদল।

ব্যারাকপুর থেকে ভাটপাড়া পর্যন্ত রাস্তার দু'ধার মুড়ে দেওয়া হয়েছিল 'জয় শ্রীরাম' লেখা ব্যানারে। কিন্তু বিজেপি-তৃণমূলের মুখোমুখি সঙ্ঘাত এ দিন আর ঘটতে দেয়নি ব্যারাকপুর কমিশনারেট। আরও পড়ুন-খেলব কোথায়? বুড়ো কদমগাছকে ঘিরে কান্নার রোল খুদে পড়ুয়াদের

ভাটপাড়া ঘুরে দেখে এলাকার পরিস্থিতি দেখে কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম-রা বুঝে যান অর্জুন সিংয়ের গড় এখনও মজবুত। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর সমস্যা বুোঝার চেষ্টা করনে ফিরহাদ-রা। তারপর কথাবার্তা শুনে সাংসদ অর্জুন সিংকে গ্রেফতারির দাবিতে সরব হন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। অশান্তি ছড়ানোর দায়ে অর্জুনের গ্রেফতারের দাবিতে আন্দোলনের পথেই হাঁটতে পারে জেলা তৃণমূল, এমনও খবর। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে সাংসদ অর্জুনের হুঙ্কার, ''সাহস থাকলে তৃণমূল আমাকে গ্রেফতার করে দেখাক।''

ভাটপাড়া উপনির্বাচনে অর্জুনের ছেলে পবন সিংয়ের কাছে হারের পরই মদন মিত্র তৃণমূলের কাছে যে অভিযোগগুলো জমা দিয়েছিলেন, সেটা অক্ষরে অক্ষরে মিল গিয়েছে বলে দাবি। উত্তপ্ত হয়ে থাকা ভাটপাড়া-কাঁকিনাড়ায় প্রতিনিধিদের পাঠাচ্ছে সব দলই। গতকালই অর্পনা সেনের নেতৃত্বে রাজ্যের বুদ্ধিজীবীরা ভাটপড়া ঘুরে গিয়েছেন। বামফ্রন্টের নেতারও এসেছেন এখানে। ক দিন আগে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘুরে গিয়েছে অশান্ত এলাকা থেকে। বর্ধমানের সাংসদ এস এস অহলুওয়ালিয়ার নেতৃত্বাধীন সেই দল দিল্লি ফিরে গিয়ে অমিত শাহকে রিপোর্টও দিয়েছে।