RG Kar: ফের বৈঠকের জন্যে চিঠি, সোম বিকেল ৫টায় কালীঘাটে জুনিয়র ডাক্তারদের দাবি শুনবেন মুখ্যমন্ত্রী
জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে বৈঠকের জন্যে আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের ঠিকানা ফের কালীঘাট।
আন্দোলনরত চিকিৎসকদের ফের বৈঠকের আহ্বান। জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে বৈঠকের জন্যে আহ্বান জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকের ঠিকানা ফের কালীঘাট। সোমবার বিকেল ৫টায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাসভবনে আসতে বলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ইমেল পাঠালেন মুখ্যসচিব।
আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগেই আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে জট ছাড়াতে চাইছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করেই সোমবার ফের বৈঠকের জন্যে ডাক্তারদের আহ্বান জানাল নবান্ন। এর আগে দুবারই লাইভ স্ট্রিমিং এবং ভিডিয়ো রেকর্ডিংয়ের দাবি ঘিরে টানাপড়েনের মাঝে বাতিল হয়েছিল প্রশাসনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। তাই সোমবারের ইমেলে স্পষ্ট উল্লেখ, বৈঠকের সরাসরি সম্প্রচার কিংবা ভিডিয়ো রেকর্ডিং কোনটাই হবে না। কারণ বিষয়টি বিচারাধীন। তবে বৈঠকের কার্যবিবরণী উল্লেখ করা হবে আর তাতে দুই পক্ষের সই থাকবে।
৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আরজি কর মামলার শুনানির দিন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এদিনের ইমেলে সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকার কথা উল্লেখ করে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকের জন্যে আহ্বান জানানো হয়েছে। আর এটাই সরকারের তরফে বৈঠকের জন্যে পঞ্চম এবং শেষ চেষ্টা বলে উল্লেখ মুখসচিবের পাঠানো ইমে।
ইমেলে জুনিয়র চিকিৎসকদের জানানো হয়েছে, খোলামনে আলোচনার জন্যে প্রস্তুত মুখ্যমন্ত্রী। বিকেল ৫টার কালীঘাটে মুখ্যমন্ত্রীর তাঁর বাসভবনে বৈঠকে বসবেন। ৪টে ৪৫ মিনিট নাগদ ডাক্তারদের প্রতিনিধিদলকে কালীঘাটে পৌঁছে যেতে অনুরোধ করা হচ্ছে।