Left Candidates List 2021: নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী হচ্ছেন মীনাক্ষি মুখোপাধ্যায়

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী হচ্ছেন মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর ফলে রাজ্য রাজনীতিতে নজরের কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে ৪০% সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে আসনটি আইএসএফ-কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম। যদিও পরে আইএসএফ জানিয়ে দেয় যে তারা সেখানে প্রার্থী দিচ্ছে না।

মীনাক্ষি মুখোপাধ্যায় (Photo: Twitter)

কলকাতা, ১০ মার্চ: নন্দীগ্রামে (Nandigram) সংযুক্ত মোর্চার (Sanjukta Morcha) প্রার্থী হচ্ছেন মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি ডিওয়াইএফআই-র রাজ্য সভানেত্রী। এদিন কলকাতায় ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এর ফলে রাজ্য রাজনীতিতে নজরের কেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে ৪০% সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে আসনটি আইএসএফ-কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম। যদিও পরে আইএসএফ জানিয়ে দেয় যে তারা সেখানে প্রার্থী দিচ্ছে না।

অন্য দিকে, রায়দিঘিতে এ বার ফের প্রার্থী হচ্ছেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।পশ্চিম বর্ধমানে দিল্লির জওহরলাল নেহরু ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষকে প্রার্থী করেছে সংযুক্ত মোর্চা।

এক নজরে প্রার্থী তালিকা:

বাসন্তীতে আরএসপি প্রার্থী সুভাষ নস্কর

কুলতলিতে সিপিএম প্রার্থী রামশঙ্কর হালদার

রায়দিঘিতে সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়

জয়নগরে অপূর্ব প্রামাণিক

বারুইপুর পশ্চিমে সিপিএম প্রার্থী লায়েক আলি

ডায়মন্ড হারবারে প্রতীক উর রহমান

সাতগাছিয়ায় সিপিএম প্রার্থী গৌতম পাল

উলুবেড়িয়া দক্ষিণে ফব প্রার্থী কুতুবউদ্দিন আহমেদ

তারকেশ্বরে সিপিএম প্রার্থী সুরজিত ঘোষ

আরামবাগে সিপিএম প্রার্থী শক্তি মোহন মালিক

বিষ্ণুপুরে প্রার্থী ঝুমা কয়াল

গোঘাটে ফরোয়ার্ড ব্লক প্রার্থী শিবপ্রসাদ মালিক

গোঘাটে ফব প্রার্থী শিবপ্রসাদ মালিক

মেখলিগঞ্জে ফব প্রার্থী গোবিন্দ রায়

মাথাভাঙায় সিপিএম প্রার্থী অশোক বর্মণ

কোচবিহার উত্তরে ফব প্রার্থী নগেন রায়

দিনহাটায় ফব প্রার্থী আব্দুর রউফ

কুমারগ্রামে আরএসপি কিশোর মিঞ্চ

ফালাকাটায় সিপিএম প্রার্থী ক্ষীতিশচন্দ্র রায়

সোনারপুর দক্ষিণে সিপিআই প্রার্থী শুভম বন্দ্যোপাধ্যায়

কসবায় সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ

যাদবপুরে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী

সোনারপুর উত্তরে সিপিএম প্রার্থী মোনালিসা সিনহা

বেহালা পশ্চিমে সিপিএম প্রার্থী নিহার ভক্ত

মহেশতলায় প্রার্থী প্রভাত চৌধুরী

মেটিয়াবুরুজে সিপিএম প্রার্থী মহম্মদ জামাল

বালিতে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর

হাওড়া উত্তরে সিপিএম প্রার্থী পবন সিংহ

শিবপুরে ফব প্রার্থী জগন্নাথ ভট্টাচার্য

হাওড়া দক্ষিণে সিপিএম প্রার্থী সৌমিত্র অধিকারী

ডোমজুড়ে সিপিএম প্রার্থী উত্তম বেরা

উত্তরপাড়ায় সিপিএম প্রার্থী রজত বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য

চন্দননগরে সিপিএম প্রার্থী গৌতম সরকার

বলাগড় : সিপিএম প্রার্থী ময়ামায়া মণ্ডল

পাণ্ডুয়ায় সিপিএম প্রার্থী আমজাদ হোসেন

চণ্ডীতলায় সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

রাজগঞ্জে সিপিএম প্রার্থী রতন রাই

ডাবগ্রাম-ফুলবাড়িতে সিপিএম প্রার্থী দিলীপ সিং

শিলিগুড়িতে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য

টালিগঞ্জে সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ

চাকদায় সিপিএম প্রার্থী নারায়ণ দাশগুপ্ত

কল্যাণীতে সিপিএম প্রার্থী সবুজ দাস

কামারহাটিতে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র

দমদমে সিপিএম প্রার্থী পলাশ দাস

রাজারহাট নিউটাউনে সিপিএম প্রার্থী সপ্তর্ষি দেব

রাজারহাট গোপালপুরে সিপিএম প্রার্থী শুভজিত দাশগুপ্ত

বারাসাতে ফব প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়

হিঙ্গলগঞ্জে সিপিএম প্রার্থী রঞ্জন মণ্ডল

খণ্ডঘোষে সিপিএম প্রার্থী অসীমা রায়

মেমারিতে সিপিএম প্রার্থী সনৎ বন্দ্যোপাধ্যায়

বর্ধমান উত্তরে সিপিএম প্রার্থী চণ্ডীচরণ লেট

চোপড়ায় সিপিএম প্রার্থী আনারুল হক

চাকুলিয়ায় ফব প্রার্থী আলি ইমরান

ইটাহারে সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়

করিমপুরে সিপিএম প্রার্থী প্রভাস মজুমদার

পলাশিপাড়ায় সিপিএম প্রার্থী এস এম সাদি

নাকাশিপাড়ায় সিপিএম প্রার্থী শুক্লা সাহা চক্রবর্তী

বনগাঁ দক্ষিণে সিপিএম প্রার্থী প্রীতিকুমার রায়

বীজপুরে সিপিএম প্রার্থী সুকান্ত রক্ষিত

জগদ্দলে ফব প্রার্থী নিমাই সাহা

ব্যারাকপুরে সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিক

খড়দহে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস

দমদম উত্তরে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য

কেতুগ্রামে সিপিএম প্রার্থী মিজানুর করিম

আউসগ্রামে সিপিএম প্রার্থী চঞ্চল মাজি

গলসিতে ফব প্রার্থী নন্দ পণ্ডিত

বালুরঘাটে আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস

তপনে আরএসপি প্রার্থী প্রভু ওঁরাও

গাজোলে সিপিএম প্রার্থী অরুণ বিশ্বাস

জঙ্গিপুরে আরএসপি প্রদীপ নন্দী

ভগবানগোলায় সিপিএম প্রার্থী কামাল হোসেন

বালিগঞ্জে সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম

জামুড়িয়ায় সিপিএম প্রার্থী ঐশী ঘোষ

আসানসোল দক্ষিণে সিপিএম প্রার্থী প্রশান্ত ঘোষ

ইংরেজবাজারে সিপিএম প্রার্থী কৌশিক মিশ্র

জলঙ্গিতে সিপিএম প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা

বেলেঘাটায় সিপিএম প্রার্থী রাজীব বিশ্বাস

শ্যামপুকুরে ফব প্রার্থী জীবন সাহা

মানিকতলায় সিপিএম প্রার্থী রূপা বাগচি

কাশীপুর বেলগাছিয়ায় সিপিএম প্রার্থী প্রতীক দাশগুপ্ত

রামপুরহাটে সিপিএম প্রার্থী সঞ্জীব বর্মণ

নলহাটিতে ফব প্রার্থী দীপক চট্টোপাধ্যায়

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now