IPL Auction 2025 Live

WB Assembly Elections 2021: বঙ্গ বিজেপির মাণিক জোড় বাবুল-শুভেন্দু জন্মসূত্রে অভিন্নহৃদয় বন্ধু, কেন জানেন?

বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। একজন রাজ্য রাজনীতির দাপুটে নেতা। অন্যজন মোদির মন্ত্রিসভার ২ বারের কেন্দ্রীয় মন্ত্রী। দুজনের বন্ধুত্ব প্রশ্নাতীত। তবে এই বন্ধুত্বের বয়স মাত্র কয়েকমাস। তবে কয়েক মাসের মধ্যেই নজর লাগার মতো ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও শুভেন্দু অধিকারীর মধ্যে। আশ্চর্যের বিষয় দুজনেরই জন্ম ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর। দুজনেই সমবয়সী এই তথ্য সামনেআসার পরেও তাংর পরস্পর পরস্পরকে আপনি সম্বোধনই করেন। ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে বাবুল শুভেন্দু জুটির বন্ধুত্ব কারও নজর এড়ায়নি।

বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী (Photo Credits: Social Media)

কলকাতা, ৮ মার্চ: বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী। একজন রাজ্য রাজনীতির দাপুটে নেতা। অন্যজন মোদির মন্ত্রিসভার ২ বারের কেন্দ্রীয় মন্ত্রী। দুজনের বন্ধুত্ব প্রশ্নাতীত। তবে এই বন্ধুত্বের বয়স মাত্র কয়েকমাস। তবে কয়েক মাসের মধ্যেই নজর লাগার মতো ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও শুভেন্দু অধিকারীর মধ্যে। আশ্চর্যের বিষয় দুজনেরই জন্ম ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর। দুজনেই সমবয়সী এই তথ্য সামনেআসার পরেও তাংর পরস্পর পরস্পরকে আপনি সম্বোধনই করেন। ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে বাবুল শুভেন্দু জুটির বন্ধুত্ব কারও নজর এড়ায়নি। অন্যদিকে প্রথম দিন থেকেই শুভেন্দুকে একেবারে আপন করে নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আরও পড়ুন-Coronavirus Cases In India: ভয়াবহ সংক্রমণের মুখে দেশ, নতুন করে আক্রান্ত ১৮ হাজার ৫৯৯ জন

বাবুল সুপ্রিয় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লু আইড বয় হিসেবেই খ্যাত। রবিবার ব্রিগেডের মঞ্চে ভিড় করেছিলেন বিজেপির একাধিক নেতা। কিন্তু কর্মসূচির পরে শুধুমাত্র বাবুল ও শুভেন্দুকে দেখা গেল একসঙ্গে ময়দান ছাড়তে। গাড়ির স্টিয়ারিংয়ে বাবুল, কো-প্যাসেঞ্জারের আসনে শুভেন্দু। সোজা কেন্দ্রীয় মন্ত্রী হাওড়ার বাসভবনে। নবান্নের অদূরের এক বহুতলের ১৭ তলায় থাকেন বাবুল। সেখানে কয়েক ঘণ্টা ধরে দুই বন্ধুর বৈঠক চলল। নিজেদের মধ্যেই পরবর্তী কর্মসূচি স্থির করে নিলেন এই জুটি। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই শুভেন্দু অধিকারীর জবাব, “আমরা দুজন বন্ধু। একই দিনে আমরা জন্মেছি। বয়সও একই। তাই বাবুলের বাড়ি আসা।” আর বাবুল বললেন, “১৯৭০ এর ১৫ ডিসেম্বর একই দিনে দুজনে জন্মেছি। এটা কাকতালীয় হলেও, আমরা এখন ভারতীয় জনতা পার্টির সৈনিক। দুজনের পাখির চোখ প্রতিপক্ষকে প্রতিহত করা। তাই একসঙ্গে কিছু আলোচনা সেরে নিলাম।”