Bank Holidays: ফেব্রুয়ারি মাসে কোন দিনগুলোতে বন্ধ থাকবে ব্যাঙ্ক? জানুন বিস্তারিত

আগামী, ফেব্রুয়ারি মাসে শনি ও রবিবার ছাড়াও রয়েছে বেশ কিছু ছুটি। যে দিনগুলোয় বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশজুড়ে এক একটি রাজ্যে এক একরকম উৎসব পালন হওয়ায় ছুটির তালিকাও সমস্ত রাজ্যে ভিন্ন হয়। ফেব্রুয়ারিতে এ রাজ্যে শনি, রবি ছাড়া একটি ছুটি পাওয়া যাবে। সেদিন গুলোতে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ থাকবে।

File image of Reserve Bank of India (RBI) | (Photo Credits: PTI)

কলকাতা, ২৯ জানুয়ারি: আগামী, ফেব্রুয়ারি মাসে শনি ও রবিবার ছাড়াও রয়েছে বেশ কিছু ছুটি। যে দিনগুলোয় বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। দেশজুড়ে এক একটি রাজ্যে এক একরকম উৎসব পালন হওয়ায় ছুটির তালিকাও সমস্ত রাজ্যে ভিন্ন হয়। ফেব্রুয়ারিতে (February) এ রাজ্যে শনি, রবি ছাড়া একটি ছুটি পাওয়া যাবে। সেদিন গুলোতে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ থাকবে।

১৩ ফেব্রুয়ারি, ব্যাঙ্কের দ্বিতীয় শনিবার ব্যাংক বন্ধ থাকে। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী, শনিবার ১৬ ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। চতুর্থ শনিবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকছে। সুতরাং, এদিনগুলোয় ব্যাঙ্কের কোনও কাজই হবে না। তবে এটিএম খোলা থাকবে। আরও পড়ুন, প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন যৌন নির্যাতন নয়, ফের বিতর্কিত ব্যাখ্যা বম্বে হাইকোর্টের

তাই এইদিনগুলি বাদে অন্যদিনগুলিতে গিয়ে ব্যাঙ্কের কাজ মিটিয়ে নিন।



@endif