Attack On Torit Baran Topdar: টিটাগড়ে ত্রাণ বিলি করতে গিয়ে সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদার টিটাগড়ে ত্রাণ বিলি করতে যান। সেই সময় গাড়ি তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই লকডাউনে রোজকার মত আজকেও টিটাগড়ে অসহায় মানুষদের খাবার প্রদানের কর্মসূচি চলছিলো। সেখানে উপস্থিত ছিলেন তড়িৎ বরণ তোপদার। ত্রাণ প্রদানের ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে হামলা চালায় তৃণমূল'র দুষ্কৃতীরা বলে অভিযোগ।

সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের গাড়ি ভাঙচুর (Picture Credits: Facebook)

ব্যারাকপুর, ১২ মে: ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদার (Torit Baran Topdar) টিটাগড়ে (Titagarh) ত্রাণ বিলি করতে যান। সেই সময় গাড়ি তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এই লকডাউনে রোজকার মত আজকেও টিটাগড়ে অসহায় মানুষদের খাবার প্রদানের কর্মসূচি চলছিলো। সেখানে উপস্থিত ছিলেন তড়িৎ বরণ তোপদার। ত্রাণ প্রদানের ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে হামলা চালায় তৃণমূল'র দুষ্কৃতীরা বলে অভিযোগ।

টিটাগড় পুরসভার ২০ নং ওয়ার্ডের এস.বি মুখার্জি রোডে আজ ত্রাণ পৌঁছে দিতে গেছিলেন তিনি। ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেখানে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। কিছুক্ষণ ত্রাণ বিলির পর সমস্ত খাদ্য সামগ্রী ফেলে দেওয়া হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। ঘটনায় জখম হন কয়েকজন সিপিএম নেতা। প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখায় সিপিএম। তবে এই ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। আরও পড়ুন, ট্রেনে ওঠার আগে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই ছাড়, যাত্রীদের তথ্য তুলে দেওয়া হবে রাজ্য সরকারের হাতে

এর আগেও ত্রাণ বিলি নিয়ে সিপিএমের ওপর দলের চড়াও হয় শাসক দল বলে অভিযোগ উঠে এসেছে বারবার। করোনা লকডাউনের জেরে অর্থসংগ্রহ করে ত্রাণ বিলি থেকে কমিউনিটি কিচেন, কাঁচা সবজি ইত্যাদি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জেলাগুলিতে। প্রথম দফা লকডাউন থেকে এই ত্রাণ বিলি শুরু হয়েছে। তৃতীয় দফার লকডাউনেও তাঁরা একই কাজ জারি রেখেছেন। এরমাঝেই বারংবার ত্রাণ বিলি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে সংঘর্ষও বাধার খবরও এসেছে।