Atiq-Ashraf Murder: যোগীরাজ্যের নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, আতিকহত্যায় টুইট মমতার
পুলিশের ঘেরাটোপের মধ্যেই জয় শ্রীরাম স্লোগান তুলতে তুলতে দুষ্কৃতীরা গুলি করে খুন করে গ্যাংস্টার আতিক এবং আশরাফকে।
প্রয়াগরাজ, ১৬ এপ্রিলঃ শনিবার রাতে প্রয়াগরাজে দুষ্কৃতীদের হাতে খুন হয় গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed) এবং তাঁর ভাই আশরাফ (Ashraf Ahmed )। পুলিশের ঘেরাটোপের মধ্যেই জয় শ্রীরাম স্লোগান তুলতে তুলতে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দুই ভাইকে (Atiq-Ashraf Murder)। এই ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মি এবং এক সাংবাদিকও। আতিকহত্যা ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রশ্ন তুললেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আইনশৃঙ্খলা নিয়ে। যোগীরাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে বলে টুইট করে খোঁজা দেন মমতা।
শনিবার রাতে প্রয়াগরাজের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। পুলিশের অধীনে থাকা দুই গ্যাংস্টারকে কীভাবে দুষ্কৃতীরা একের পর এক গুলি করে খুন করতে পারে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে বলেই একে একে বিরোধী পক্ষের তোপ আসতে থাকে।
এই খুনের ঘটনা নিয়ে এবার টুইট করে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার টুইট করে তিনি লেখেন, ‘উত্তরপ্রদেশের নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার দৃশ্য দেখে আমি স্তম্ভিত। এটি ভীষণই লজ্জার যে, পুলিশ এবং মিডিয়ার উপস্থিতিতেও অপরাধীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এই ধরণের বেআইনি কাজের কোন জায়গা নেই’।
যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন মমতা...
জানা গিয়েছে ইতিমধেই নাকি আতিক এবং আশরাফের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও প্রয়াগরাজে জারি হয়েছে ১৪৪ ধারা।