Arvind Kejriwal Arrested: আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার কেজরিওয়াল, তীব্র প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতার
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে যোগাযোগ তিনি করেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে জনগণ যে মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছেন, তাঁর গ্রেফতারির অর্থ গণতন্ত্রের প্রতি আঘাত বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির তীব্র বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে আপ প্রধানের গ্রেফতারির বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী। জনগণ যে মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন, তাঁর গ্রেফতারির তীব্র প্রতিবাদ করছেন বলে জানান মমতা। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে যোগাযোগ তিনি করেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে জনগণ যে মুখ্যমন্ত্রীকে বেছে নিয়েছেন, তাঁর গ্রেফতারির অর্থ গণতন্ত্রের প্রতি আঘাত বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুুন: Arvind Kejriwal Arrested: আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
দেখুন কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়...
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে যেভাবে বিরোধী নেতাদের বিরুদ্ধাচারণ করা হচ্ছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে তাঁরা যাবেন। তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নেতারা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে এবং অভিযোগ করবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।