Arpita Mukherjee: টালিগঞ্জ, বেলঘরিয়ার পর চিনার পার্ক, অর্পিতার আরও ফ্ল্যাটের সন্ধান পেতেই হাজির ইডি

বুধবার অর্পিতা বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা। বিপুল অর্থের পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, গয়নাও উদ্ধার করা হয়।

Arpita Mukherjee (Photo Credit: Instagram)

কলকাতা, ২৮ জুলাই:  চিনার পার্কে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) আরও একটি ফ্ল্যাট রয়েছে। এমন খবরে ফের শোরগোল ছড়িয়েছে। বৃহস্পতিবার চিনার পার্কের রয়েল রেসিডেন্সি আবাসনের বি ব্লকের একটি ফ্ল্যাটে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে চিনার পার্কের ওই ফ্ল্যাট থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের কী কী জিনিস উদ্ধার হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বুধবার অর্পিতা বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কয়েক কোটি টাকা। বিপুল অর্থের পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, গয়নাও উদ্ধার করা হয়। টালিগঞ্জের পর অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধারের পর এবার চিনার পার্কের ফ্ল্য়াট থেকে আরও কিছু মেলে কি না, সে দিকে তাকিয়ে প্রায় গোটা রাজ্য।

আরও পড়ুন:  Partha Chatterjee: 'মন্ত্রিত্ব থেকে অপসারিত করে পার্থকে বলির পাঁঠা করা হল', কটাক্ষ বিজেপির

এদিকে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। মন্ত্রিসভা থেকে অপসারণের পর পার্থকে দল থেকেও বহিষ্কার করা হতে পারে বলে খবর।



@endif