Amit Shah, Sourav Ganguly (Photo Credit: Instagram)

কলকাতা, ৫ মে:  শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই সৌরভের বাড়িতে যে পারেন বিজেপির শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে স্বপন দাশগুপ্তও অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে খবর।

সৌরভের বাড়িতে শাহ সফর নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।  সম্প্রতি মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  যা নিয়ে চর্চা শুরু হলে, মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Heatwave: তাপপ্রবাহ থেকে বাঁচতে কী পদক্ষেপ, ইউরোপ থেকে ফিরেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

সৌরভ গঙ্গোপাধ্যায় যখন নবান্নে যান, সেই সময় মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে গল্প করেন বলে জানান।  যা নিয়ে জল্পনা শুরু হতে না হতেই এবার অমিত  শাহের সৌরভের বাড়িতে যাওয়ার খবর নিয়ে ফের আর এক দফা জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত এর আগেও একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা শুরু হয়।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস

Ganguly on Gambhir's Coaching: আবেদন করলে গৌতম গম্ভীর ভারতের জন্য ভাল কোচ হবেন, মনে করেন সৌরভ গাঙ্গুলি

Locket Chatterjee: ২৬-এর আগেই তৃণমূল সরকারের পতন হবে, দাবি লকেট চট্টোপাধ্যায়ের

Abhishek Banerjee: ধ্যান করার হলে ঘরে করুক, মানুষের টাকা নষ্ট করে মিডিয়ার নজরে এসে কী লাভ? মোদীর ধ্যান নিয়ে মন্তব্য অভিষেকের

Tapas Roy: গো ব্যাক স্লোগানের মুখোমুখি এবার তাপস রায়! বিজেপি প্রার্থীকে দেখে বিক্ষোভ প্রদর্শন তৃণমূলের

Lok Sabha Elections 2024: '২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি', শেষ দফার নির্বাচনে ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র