Amit Shah in West Bengal: বাংলায় শান্তি ফেরাতে অনুপ্রবেশ বন্ধের প্রয়োজন, রাজ্য সফরে এসে পরিবর্তনের ডাক অমিত শাহের

বললেন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ হলে শান্তি ফিরবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেআইনি অনুপ্রবেশ আটকাবে।

Amit Shah in West Bengal (Photo Credits: X)

উপনির্বাচনের আগে বঙ্গ সফরে এলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমত শাহ (Amit Shah West Bengal Visit)। শনিবার রাতেই কলকাতা আসেন তিনি। রবিবার প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রী যান বনগাঁ। সীমান্তরক্ষা বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেন। বনগাঁর পেট্রোপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন ও মৈত্রী দ্বার উদ্বোধন করেন শাহ। সেই মঞ্চ থেকেই বাংলায় পরিবর্তের ডাক দিলেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের হাত ধরে বাংলায় পরিবর্তন আনার জন্যে বার্তা দিলেন অমিত শাহ। বললেন, বাংলায় অনুপ্রবেশ বন্ধ হলে শান্তি ফিরবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বেআইনি অনুপ্রবেশ আটকাবে।

স্বরাষ্ট্র মন্ত্রীর কথায়, 'প্রতিদিন বাংলাদেশ থেকে কল্যাণী এমসে চিকিৎসার জন্যে হাজার হাজার মানুষ রাজ্যে আসছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনুন। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করবেন মোদী। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য'।

রাজ্য সফরে এসে পরিবর্তনের ডাক অমিত শাহের... 

শাহের ভাষণে ফের উঠল তৃণমূলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পালটা কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বললেন, গত ১০ বছরে বাংলাকে মোদী সরকার ৭.৭৪ কোটি টাকা দিয়েছে। ওই টাকা যদি সঠিক ভাবে খরচ করা হত তাহলে রাজ্যের অনেক উন্নতি হত। শাহের অভিযোগ, কেন্দ্রীয় অনুদানের টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে। তৃণমূলনের নেতাদের পকেটে গিয়েছে ওই বিপুল টাকা। উন্নয়ন হবে কী করে!



@endif