Kolkata: করোনা সংক্রমণে রাশ টানতে কলকাতায় ফের কন্টেনমেন্ট জোন, জানুন বিস্তারিত

রাজ্যের করোনা সংক্রমণে রাশ টানতে তিনটি কন্টেনমেন্ট জন ঘোষণা করল সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ, গড়িয়া কনটেনমেন্ট জোনের একাংশকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন রিপোর্ট অনুযায়ী, গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। মোটের উপর তা নিয়ন্ত্রণেই রয়েছে।

(Photo Credits: PTI/ Representational Image)

কলকাতা, ২৯ নভেম্বর: রাজ্যের করোনা (Coronavirus) সংক্রমণে রাশ টানতে তিনটি কন্টেনমেন্ট জন ঘোষণা করল সরকার। বালিগঞ্জ সার্কুলার রোড, টালিগঞ্জ, গড়িয়া কনটেনমেন্ট জোনের একাংশকে কনটেনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করেছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন রিপোর্ট অনুযায়ী, গতকালের তুলনায় কিছুটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। মোটের উপর তা নিয়ন্ত্রণেই রয়েছে। কোভিড ভ্যাকসিন আসার আগে পর্যন্ত লাগাম লাগাতে হবে সংক্রমণে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৫২৮ জন নতুন করে করোনা আক্রান্ত,মৃত্যু হয়েছে ৫১ জনের। দৈনিক মৃত্যুতে প্রায়ই প্রথম তিনের মধ্যেই থাকছে পশ্চিমবঙ্গ। যা যথেষ্ট চিন্তায় ফেলেছে চিকিত্সাবিদদের। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের বর্তমান অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও একধাক্কায় কমে হয়েছে ২৪ হাজার ৭৫২ জন। সুস্থতার হার ৯২.৯৫ শতাংশ।

আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪১,৮১০, মৃত ৪৯৬ জনের

অন্যদিকে ভারতে ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত ৪১ হাজার ৮১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ লাখ ৯২ হাজার ৯২০ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৪ লাখ ৫৩ হাজার ৯৫৬ জনের। মোট সুস্থ হয়েছেন ৮৮ লাখ ২ হাজার ২৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৮ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। দিল্লিতে বাড়ছে সংক্ৰমণ।