Tiljala Case Capital Punishment: তিলজলা কাণ্ডে দোষীকে ফাঁসির সাজা দিল আলিপুর পকসো আদালত
৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল কলকাতা আদালত।
কলকাতা: তিলজলায় (Tiljala) শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির (Sentenced) সাজা দিল আলিপুর বিশেষ পকসো আদালত (Alipur Special POCSO Court)। গত বছর মার্চ মাসে তিলজলায় ৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে। ঘটনায় ১৮ মাসের মাথায় আলিপুর পকসো আদালত আজ দোষী সাবস্ত অলোক কুমার সাউয়ের (Alok Kumar Shaw) মৃত্যুদণ্ড (Capital Punishment) ঘোষণা করল।
২০২৩ সালে মার্চ মাসে ময়লা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৭ বছর বয়সী নাবালিকা। রাতে প্রতিবেশীর ফ্ল্যাটের রান্না ঘর থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। তদন্ত উঠে আসে, লজেনসের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ঘরে নিয়ে যায় প্রতিবেশী অলোক। তারপর যৌন নির্যাতন করে, শেষে প্রমাণ লোপাট করতে হাতুড়ি দিয়ে মেরে খুন করে ওই নাবালিকাকে। ঘটনায় অলোক কুমারকে গ্রেফতার করে পুলিশ।
আজ আদালতে সওয়াল জবাবের সময় বিচারক বলেন, ‘এটি অমানবিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড। এধরণের অপরাধ খুব একটা দেখা যায় না। এই অপরাধ বিরল নয়, বিরলতম। প্রথম থেকেই উদ্দেশ্য ছিল এমন অপরাধ করা ও পালিয়ে যাওয়া। আপনাকে সংশোধন করা যাবে না। অপহরণ, সাক্ষ্যপ্রমাণ লোপাট, ধর্ষণ সমস্ত ধারাতে অভিযুক্ত দোষী সাব্যস্ত। খুনের যে ধারা তাতে দোষীকে ফাঁসির সাজা দেওয়া হলো।’