Mamata Banerjee On Panchayat Poll: কেন্দ্রীয় বঞ্চনার বিষয়ে তৃণমূল নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের নির্দেশ মমতার

বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তারপরও আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্যের বেশিরভাগ আসনে জয়ের বিষয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Photo Credits: IANS

কলকাতা: বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তারপরও আসন্ন পঞ্চায়েত ভোটে রাজ্যের বেশিরভাগ আসনে জয়ের বিষয়ে আশাবাদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM and AITC Chief Mamata Banerjee)। আর পঞ্চায়েত নির্বাচনের (panchayat poll) প্রচার তিনি হাতিয়ার করতে চাইছেন রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বকেয়া টাকা না দেওয়ার বিষয়টিকে।

এই জন্য তিনি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে কেন্দ্রের বঞ্চনার কথা প্রচার করতে নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু, তার আগে মমতা দলের নেতা-কর্মীদের নির্দেশ (leaders and workers) দিলেন রাজ্যে চালু হওয়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের (centrally- sponsored schemes) কথা বাড়ি বাড়ি গিয়ে বলতে (door-to-door campaign) যেখানে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা (central dues) আটকে রেখেছে। আরও পড়ুন: West Bengal Panchayat Election 2023: খারিজ শুভেন্দুর আবেদন, পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের রায়েই সুপ্রিম শিলমোহর