TMC Shahid Diwas 2022 Live: ‘ ভারতবর্ষে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকুক তার নাম তৃণমূল কংগ্রেস‘, মমতা

প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার। ১৯৯৩ সালের ২১ জুলাই অতীন ঘোষের নেতৃত্বে ধর্মতলায় গিয়েছিলেন বন্ধন। সেদিনের গুলি চলার ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধনের প্রতিবেশী উত্তম রাম।

Mamata Banerjee (Video Screen Grab)

কলকাতা, ২১ জুলাই:  আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ধর্মতলায় শোনা যাবে সেই চিরপরিচিত কণ্ঠস্বর। যাঁর কথা শোনার জন্য রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের মানুষ আজ কলকাতামুখী। বেলা যত গড়াচ্ছে তৃণমূলের শহিদ দিবসকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ততই বাড়ছে। আজকের শহিদ দিবসের সমাবেশকে সফলভাবে  উতড়ে দিতে  পুলিশ বাহিনী থেকে শুরু করে ব্যারিকেড, রাজনৈতিক স্বেচ্ছাসেবক সবাই কাজ করে চলেছেন।

জনারণ্যে ধর্মতলা



@endif