TMC Shahid Diwas 2022 Live: ‘ ভারতবর্ষে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকুক তার নাম তৃণমূল কংগ্রেস‘, মমতা
প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার। ১৯৯৩ সালের ২১ জুলাই অতীন ঘোষের নেতৃত্বে ধর্মতলায় গিয়েছিলেন বন্ধন। সেদিনের গুলি চলার ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধনের প্রতিবেশী উত্তম রাম।
কলকাতা, ২১ জুলাই: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ধর্মতলায় শোনা যাবে সেই চিরপরিচিত কণ্ঠস্বর। যাঁর কথা শোনার জন্য রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের মানুষ আজ কলকাতামুখী। বেলা যত গড়াচ্ছে তৃণমূলের শহিদ দিবসকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ততই বাড়ছে। আজকের শহিদ দিবসের সমাবেশকে সফলভাবে উতড়ে দিতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ব্যারিকেড, রাজনৈতিক স্বেচ্ছাসেবক সবাই কাজ করে চলেছেন।
- গ্যাসের দাম বাড়ছে কেন বিজেপি জবাব দাও। চাকরি কাড়া হচ্ছে কেন, বিজেপি জবাব দাও।
- জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক।
- চব্বিশে বিজেপির কারাগার ভাঙো।
- Vote For Rejection, in 24
- ভারতবর্ষে একটাই আদর্শ রাজনৈতিক দল থাকুক তার নাম তৃণমূল কংগ্রেস।
- হুঁশিয়ার হবেন, বিজেপি পিছু হটবে। ওরা অহঙ্কারি হোক আপনি মানবিক থাকুন।
- তৃণমূল কংগ্রেস হল জনগণের পাহারাদার।
- ভালবাসতে হয়, তাহলেই সব হয়।
- বিজেপি সংখ্যা গরিষ্ঠতা পাবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি।
- কখনও হিন্দু কখনও মুসলিম কার্ড খেলছে।
- ইডি সিবিআই এলে থালায় করে মুড়ি খেতে দেবেন। গ্যাসের সিলিন্ডার সামনে রেখে দেবেন।
- বিজেপির সরকার বিড়াল তপস্বীর সরকার। আবার কৃষি বিল আনছে। যারা জীবনে স্বাধীনতা যুদ্ধ করল না। দেশের ইতিহাস জানল না, তারা আবার ইতিহাস গড়বে।
পাহাড়কে অভিনন্দন। ২০২১-এ যে জনসমর্থন আমরা পেয়েছি, তা অসীম। দলীয়কর্মীরাই তৃণমূলের সম্পদ। কেন্দ্র বাংলায় অর্থনৈতিক অবরোধ করেছে। ট্রেনে চড়ে লরিতে চড়ে আমরা দিল্লি গিয়ে রাজধানী ঘেরাও করব। পশ্চিমবঙ্গকে এত সহজে বাঁধা যাবে না। দেশের খারাপ দিনে পাশে থাকব। ইডি, সিবিআই দিয়ে ভয় দেখাবেন না। সাহসের সঙ্গে লড়াই করে বাঁচব।
- নিমপাতা, নকুলদানা , বাতাসায় জিএসটি। আমাদের মুড়ি ফিরিয়ে দাও নাহলে বিজেপি বিদায় নাও।
- বিজেপির ব্রেন দেউলিয়া বৃক্ষ। বুদ্ধির ঢিপি মরুভূমি হয়ে গেছে। মুড়িতেও জিএসটি বসিয়ে দিয়েছে।
- ধর্ম, জাতি, বর্ণ মেনে চাকরি হবে না। যদি ভুল হয় তাহলে শুধরে নেবে। যে কাজ করে তার ভুল হয়।
- বাংলার লোককে চাকরি দেব, ক্ষমতা থাকলে বিজেপি রুখে দেখাক।
- একুশে জুলাই বৃষ্টি হল, ঈশ্বর আল্লার মেহেরবান। বিজেপি খুব হাসছিল, সিপিএম কাঁদছিল। ভাবছিল গেল। দেখো তৃণমূল কংগ্রেস দলটা কেমন মিষ্টি দেখো। কখনও রৌদ্র কখনও বৃষ্টি, কখনও দগ্ধ কখনও সৃষ্টি।
- মানুষের বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। একুশের সভায় পৌঁছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- বিজেপির মেরুদণ্ডে একদিকে ইডি অন্যদিকে সিবিআই, জিএসটি।
- মোদি সরকারকে জবাব দিতে পারে বাংলার দশকোটি মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়।
- দিল্লির দয়ায় বাংলার মানুষ বেঁচে নেই।
- আপনাকে মানুষ যদি শংসাপত্র দেয় তাহলেই পঞ্চায়েতে তৃণমূলের টিকিট পাবেন, নচেৎ নয়।মনে করিয়ে দিলেন অভিষেক।
- আজকের তৃণমূল বিশুদ্ধ লোহার মতো যত তাতাবে পোড়াবে তত শক্তিশালী হবে।
- ভাঙা পায়ে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় ২১৪টি আসনে জিতেছে।
- তৃণমূল করতে হলে মানুষকে প্রাধান্য দিতে হবে। দলাডীয় অনুশাসন মানতে হবে। নেত্রীর নির্দেশ মানতে হবে। করে খাওয়ার জন্য তৃণমূল করার দরকার নেই, ঠিকাদার করুন, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- বাংলা আজ যা ভাববে ভারত আগামী কাল কাই ভাববে। ২৪-এর লোকসভা নির্বাচনে রোল মডেল হবেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন শত্রুঘ্ন সিনহা।
- বিজেপির এত আদিবাসী প্রেম, তাহলে ঝাড়খণ্ড থেকে পাঁচ বছরে কেন সরকারের অবলুপ্তির ঘটল ধর্মতলার সমাবেশে প্রশ্ন তুললেন বিরবাহা হাঁসদা।
- ধর্মতলার সভামঞ্চে শুরু বৃষ্টি।
- ভাগ বিজেপি ভাগ, ভাগ অমিত শাহ ভাগ, ভাগ শুভেন্দু ভাগ। বাংলার মানুষ বিজেপিকে ভাগিয়ে ছেড়েছে।
- একুশের সমাবেশ মমতাময়ী মমতাকে প্রণাম জানালেন শত্রুঘ্ন সিনহা। জননেত্রীকে বাংলার বাঘিনী হিসেবে আখ্যা দিলেন বর্ষীয়ান বলিউড অভিনেতা
বিরোধী দলগুলি যদি মোদিকে প্রধানমন্ত্রীর আসন থেকে সরাতে চায়, তাহলে মমতা বন্দ্যোপাধায় একমাত্র বিকল্প, মনে করিয়ে দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
- বিজেপির ভুল নোটবন্দি, ত্রুটিপূর্ণ জিএসটি, জ্বালানি অগ্নিমূল্য, সংসদে আলোচনা বন্ধ, চিন ভারত ভূখণ্ড দখল করেছে, অপরিকল্পিত লকডাউন।
- একুশে জুলাইয়েই কর্মসূচি করবে উন্মাদের দল। নাম না করেই বঙ্গ বিজেপিকে আক্রমণ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
- একুশে জুলাইয়ের সমাবেশের ধার কমাতে ইডি আজ সনিয়া গান্ধীর ডেকেছে।
- ৩৪ বছর পর বিধানসভায় সিপিএমের আসন শূন্য করে দিয়েছে।
- সিপিএম মমতার বিরোধিতা করে মায়ের ভোগে গেছে। এবার বিজেপিও মায়ের ভোগে যাবে।
- তৃণমূল শহিদের দল, বললেন সৌগত রায়।
- পশ্চিম বাংলায় তৃণমূলই জিতছে। সারা দেশে নরেন্দ্র মোদির বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন সৌগত রায়।
- হাতির কাটআউট নিয়ে এবার ধর্মতলার একুশের সমাবেশে এলেন জঙ্গলমহলের বাসিন্দারা।
- ‘ডাক দিচ্ছে জনতা দিল্লি যাবে মমতা’, একুশের সমাবেশে উঠল দাবি।
- ধামসা মাদল নিয়ে ধর্মতলায় একুশের সমাবেশে তরাই ডুয়ার্সের তৃনমূলকর্মীরা।
- ধর্মতলার একুশের সমাবেশে পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তৃণমূলের কয়েক হাজার স্বেচ্ছাসেবক কর্মী। তাঁদের পরণে কালো টি-শার্ট। কলার ও পকেটে তেরঙ্গা।
- সাপুড়ে সেজে বাঁশি বাজিয়ে ডোরিনা ক্রসিঙে ঘাসফুল ছাপ পোশাক পরে খেলা দেখালেন এক তৃণমূল কর্মী। নকল সাপের গায়ে সাঁটা মোদির ছবি।
- দত্তাবাদ থেকে ঢাকঢোল বাজিয়ে একদল তৃণমূলের কর্মী সমর্থক ধর্মতলা অভিমুখে রওনা দিয়েছেন। তাঁদের বেশিরভাগেরই মুখে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ আঁটা।
- বেনজির নিরাপত্তার ঘেরাটোপে একুশের ধর্মতলার সভামঞ্চ।
- প্রায় সাড়ে তিন হাজার পুলিশকর্মী সভামঞ্চ ও গোটা ধর্মতলার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করবে। আশপাশের বাড়ির ছাদ থেকেও চলবে নজরদারি।
- একুশের সমাবেশে যোগ দিতে সুসজ্জিত ট্যাবলো নিয়ে বেরিয়েছেন তৃণমূলকর্মী তথা হাজরার বাসিন্দা অর্জুন সর্দার।
- শান্তিনিকেতন থেকে ঢোল করতাল বাজিয়ে একাই সাইকেল চালিয়ে ধর্মতলার শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে এলেন শ্রীলাল সাহানি।
- তৃণমূলের সমাবেশে উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউতে পিক নিকের মেজাজ। ত্রিপল খাটিয়ে চলছে ডিম, আলু পোস্ত, মুরগীর মাংস, ভাত রান্নার কাজ। এখানেই খাওয়া দাওয়া সেরে ধর্মতলার সমাবেশে যাবেন কর্মী সমর্থকরা।
জনারণ্যে ধর্মতলা
- প্রতিবারের মতো এবারও ধর্মতলায় একুশের সমাবেশে যোগ দেবে শহিদ বন্ধন দাসের পরিবার।
- ১৯৯৩ সালের ২১ জুলাই অতীন ঘোষের নেতৃত্বে ধর্মতলায় গিয়েছিলেন বন্ধন। সেদিনের গুলি চলার ঘটনার প্রত্যক্ষদর্শী বন্ধনের প্রতিবেশী উত্তম রাম।
- শ্যামবাজারের ডালিমতলা লেনে পুরসভার আবাসনে থাকেন বন্ধন দাসের মা ধর্মিদেবী ও ভাই অনুপ দাস। ভাইকে রেলে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। আজও আপদে-বিপদে দাস পরিবারের পাশে থাকে তৃণমূল।